কোভিড পরিস্থিতির মধ্যেও কোচবিহারের ট্রাফিক ব্যবস্থায় খুশি জেলা জেলা শাসক, পুলিশকে জানালেন কৃতজ্ঞতা১

জেএনএফ ওয়েব ডেস্ক : কোভিড পরিস্থিতির মধ্যেও ট্রাফিক আইন নিয়ন্ত্রণে জেলার পুলিশের ভূমিকার প্রশংসা করলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। আজ কোচবিহার পুলিশ লাইনে সেফ ড্রাইভ সেভ লাইভ’ নিয়ে সচেতনতা সপ্তাহের একটি সূচনা অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন।ওই সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন, “কোভিড পরিস্থিতির মধ্যেও যেভাবে ট্রাফিক আইন পালনে কাজ করা হয়েছে। অনেকে কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েও পড়েছে। কোচবিহার বাসির হয়ে আমি তাঁদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”করোনা মহামারির শুরু থেকেই কোচবিহারে জেলা প্রশাসন ও পুলিশি তৎপরতা দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রেই করোনা আক্রান্ত এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণার পর সেই এলাকাকে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হোক বা অযাথা ভিড়কে সরিয়ে দিতে পুলিশের ভূমিকা নজরে আসার মত ছিল। এছাড়াও বিধিনিষেধ থাকার সময় অপ্রয়োজনে গাড়ি বা মোটর সাইকেল নিয়ে বাইরে বের হলেও ট্রাফিক পুলিশেরর তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণ হয়েছে। আর তা করতে গিয়ে অনেক পুলিশ কর্মী করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। আর সেই কারণেই জেলা শাসকের মুখে পুলিশের ভূমিকার এই প্রশংসা বলে মনে করা হচ্ছে।কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, পথ দুর্ঘটনা কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কোচবিহার জেলা পুলিশ। এরমধ্যে চ্যাংড়াবান্ধা থেকে ঘুঘুমারি, ঘুঘুমারি থেকে বক্সিরহাট জোরাইমোড় পর্যন্ত নতুন করে গার্ড রেল করা হয়েছে। এতে রাতের অন্ধকারে দুর্ঘটনা কমাতে সাহায্য করেছে। এছাড়াও কোচবিহার জেলায় প্রবেশের সমস্ত রাস্তায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে তার উপড়ে নজরদারি করা হচ্ছে। কোচবিহার শহরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বাসনো হয়েছে। এতে দুর্ঘটনা অনেকাংশে কিমি. হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন ওই অনুষ্ঠান ছাড়াও একটি বর্ণাঢ্য র্যা লি করে সেফ ড্রাইভ সেভ লাইভ এর পঞ্চমবর্ষ উদযাপন করা হয়েছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago