আগামীকাল থেকেই কোচবিহারের রাস্তায় নামবে বে-সরকারী বাস, সাংবাদিক বৈঠক করে ঘোষণা মালিক সংগঠনের

জেএনএফ ওয়েব ডেস্ক :-পরিবহণ মন্ত্রী ফিরাদ হাকিমের আবেদনকে মান্যতা দিয়ে আগামী কাল থেকেই কোচবিহারের চালু হবে বে-সরকারী যাত্রী পরিষেবা। আজ কোচবিহার মিনিবাস স্ট্যান্ডে বে-সরকারী বাস মালিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে আগামী কাল থেকেই রাস্তায় বে-সরকারি বাস নামানোর কথা ঘোষণা করা হয়েছে।

মালিক সংগঠনের পক্ষে সম্পাদক অনুপ অধিকারী বলেন, “পরিবহণ মন্ত্রী আমাদের কাছে আবেদন করে জানিয়েছিলেন যাত্রী পরিষেবা চালু করার পরেই ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। মন্ত্রীর সেই আবেদনে সারা দিয়ে আগামী কাল থেকে কোচবিহারে বেসরকারি যাত্রী পরিষেবা চালু করা হবে। তবে কোভিড বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা চালু করার পাশাপাশি মূলত যে সব বাসের কর্মীদের ভ্যাক্সিনেশন হয়ে গিয়েছে, প্রথম দিকে শুধু মাত্র সেই সব বাস গুলোকেই রাস্তায় নামানো হবে।”

রাজ্য সরকার ১ জুলাই থেকে করোনা বিধি নিষেধের লঘু করে যাত্রী পরিষেবা চালু করার অনুমতি দিয়েছিল। কিন্তু পেট্রল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় ভাড়া বৃদ্ধি না করলে রাস্তায় গাড়ি নামাবেন না বলে বে-সরকারী বাস মালিকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। এর ফলে শুধু মাত্র সরকারী বাস চালিয়ে যাত্রী সমস্যা মেটাতে কার্যত হিমসিম খেতে হচ্ছিল রাজ্য সরকারকে। এই নিয়ে বিভিন্ন জায়গায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত সমস্যা মেটাতে বাস মালিক সংগঠন গুলোকে নিয়ে আলোচনায় বসেন পরিবহণ মন্ত্রী ফিরাদ হাকিম। আলোচনায় ভাড়া বৃদ্ধি প্রসঙ্গ উঠতেই মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন আগে বাস রাস্তায় নামাতে হবে, তারপরেই ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনায় বসবে সরকার। এরপর থেকেই মালিক পক্ষ গোটা রাজ্যের পাশিপাশি প্রান্তিক জেলা কোচবিহারেও বে-সরকারী বাস পরিষেবা চালু করার সিধান্ত ঘোষণা।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago