জেএনএফ ওয়েব ডেস্ক : বিশ্ব তালিকায় জায়গা করে নিলেন ঝাড়গ্রাম জেলার নবগঠিত বেলিয়াবেড়া সরকারি ডিগ্রি কলেজের দুই অধ্যাপক-অধ্যাপিকা, খুশির জোয়ার শিক্ষামহলে! ‘ওয়ার্ল্ড সায়েন্টিস এণ্ড ইউনিভারসিটি রাঙ্কিং-২০২১’ এর তালিকায় প্রথমবার স্থান অর্জন করতে পেরেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই কলেজের দুই অধ্যাপক-অধ্যাপিকা। এর ফলে আধুনিকতার নিরিখে কয়েক কদম এগিয়ে গেল জঙ্গলমহলের ঝাড়গ্রাম। ২০১১ সালে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর গড়ে ওঠে এই সরকারি কলেজটি। বয়সের দিক থেকে একেবারে নবীন। ‘ওয়ার্ল্ড সায়েন্টিস এণ্ড ইউনিভারসিটি রাঙ্কিং-২০২১’ কী? জানা গিয়েছে, প্রতি বছর সারা বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের গবেষণামূলক কাজকর্ম দেখে গুগুলের মাধ্যমে তার মান যাচাই করে বিশ্বজুড়ে একটি রাঙ্কিং এর তালিকা প্রস্তুত করা হয়। সারা বিশ্বের পাশাপাশি মহাদেশ গুলির মধ্যেও বিজ্ঞানীদের স্থান কোথায় তা সহজেই জানা যায় ‘এডি সায়েন্টিফিক ইনডেক্সে’র ওয়েবসাইটের মাধ্যমে। গত দু’মাস ধরে বিশ্বে গুগুলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীদের এই রাঙ্কিং এর তালিকা প্রস্তুত করা হয়েছে। যেখানে বেলিয়াবেড়া সরকারি ডিগ্রি কলেজের পদার্থ বিদ্যার অধ্যাপক অমিত কুমার ভুঁইয়া এবং গণিত বিভাগের অধ্যাপিকা শর্মিলা সরেন বিশ্ব বিজ্ঞানী তালিকায় স্থান অর্জন করেছেন। পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিত কুমার ভুঁইয়া তাঁর ন্যানোসায়েন্স এবং বায়ো ফিজিক্স সংক্রান্ত উচ্চমানের গবেষণার জন্য এই তালিকাতে স্থান পেয়েছেন। গণিত বিভাগের অধ্যাপিকা শর্মিলা সরেন তাঁর অপারেশনস রিসার্চ এবং প্রোডাক্সেন প্ল্যানিং সংক্রান্ত গবেষণার জন্য এই তালিকাতে স্থান অর্জন করেছেন। অধ্যাপক অমিত কুমার ভুঁইয়া বলেন,‘খুবই ভালো লাগছে। মূলত ন্যানোকনা এবং বায়োমলিকুলার সংক্রান্ত গবেষণার জন্য এই স্বীকৃতি পেয়েছি। আগামী দিনে যা আমাদের মত প্রত্যন্ত এলাকায় অবস্থিত সরকারি কলেজের মুকুটে একটা পালক সংযোজন করবে এই আশা রাখি।’
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…