জেএনএফ ওয়েব ডেস্ক: করোনা পরিস্থিতিতে ভর্তি ‘ফি’ না দেওয়ার দাবি পূরণ না হওয়ায় এবার রাস্তা অবরোধ করলেন কলেজ পড়ুয়ারা। আজ বিকেলে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের কোচবিহার আইটিআই মোড়ে ওই অবরোধ করা হয়। পরে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আন্দোলনকারীদের বুঝিয়ে ওই অবরোধ তুলে দেয়।
কলেজ পড়ুয়াদের অভিযোগ, এবার করোনা পরিস্থতিতে দীর্ঘ সময় ধরে রাজ্য সরকারের বিধি নিষেধ আরোপ করা রয়েছে। এই অবস্থায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের পরিবারের ছেলে মেয়েরা কলেজের ভর্তি ‘ফি’ টাকা জোগাড় করতে না পারায় ভবিষ্যতে পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকা কলেজের ছাত্রছাত্রীরা যৌথ মঞ্চ গঠন করে ভর্তি ‘ফি’ বাতিল করার দাবি জানায়।
এর আগে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে গেলে রেজিস্টার তখন ভর্তির সময় বাড়িয়ে দেওয়া সহ ফি বাতিলের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। কিন্তু পরবর্তীতে দেখা যায় ভর্তির সময় বাড়িয়ে ৮ জুলাই করা হলেও ফি একই রাখা হয়েছে।
এরপরেই এদিন ফের বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলন করার সিধান্ত নেন ছাত্রছাত্রীরা। তখন বিশ্ববিদ্যালয়ের সমস্ত কক্ষে তালা দেখে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করার কথা ঘোষণা করেন। ওই সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের হামলার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। দিনহাটা কলেজের ছাত্র সুনির্মল অধিকারী বলেন, “ আমাদের সাথে কোন রকম রাজনীতির সম্পর্ক নেই। শুধু মাত্র করোনা পরিস্থিতির জন্য বহু ছাত্রছাত্রী ভর্তি ফি জোগাড় করতে পারেন নি বলে জানতে পারার পর একটি যৌথ মঞ্চ গঠন করে আন্দোলনে নেমেছি। তারপরেও এদিন টিএমসিপি আমাদের আটকানোর চেষ্টা করল। তারপরেও আমরা পথ অবরোধ করে আন্দোলন করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবো।”
অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…