মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ গয়েশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাত্রাপাড়া ঘোষপাড়া এলাকার বাসিন্দারা

:- আবারো মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ গয়েশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাত্রাপাড়া ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। বিগত তিন মাস যাবত মাটি মাফিয়াদের মস্তান বাহিনীর মস্তানিতে রীতিমতো আতঙ্কিত ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। মাটি মাফিয়াদের পিছনে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মদত এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিগত তিন মাস ধরেই মাটি মাফিয়ারা রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে চাষের জমি থেকে মাটি।এ বিষয়ে স্থানীয় নেতাদের কেজানালে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি মাটি মাফিয়াদের বিরুদ্ধে। একপ্রকার ক্ষতির মুখে পড়ছেন চাষী থেকে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে বারংবার জানিয়েও যখন কোন সুরাহা না মেলে।তখন গ্রামবাসীরা লিখিত অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রী দপ্তরের।আজ সকালে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে নির্দেশ আসামাত্রই নড়েচড়ে বসে কল্যাণী প্রশাসন। তড়িঘড়ি মহকুমা শাসকের নেতৃত্বে কল্যাণী প্রশাসন ঘটনাস্থলে যায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন। মহকুমা শাসকের তদন্তে উঠে আসলো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। একাধিক নাম জোরালো শাসক দলের নেতৃত্বের। তৃণমূলের প্রাক্তন সভাপতি সহ বর্তমান সভাপতির নাম জোরালো। নাম জোরালো একাধিক তৃণমূল নেতৃত্বের। ঘটনা সামনে আসতেই প্রকাশ্যে বেরিয়ে এলো তৃণমূলের একাধিক গোষ্ঠী কোন্দলের ঘটনা।এই ঘটনা সামনে আসতেই রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ।প্রশাসনের তরফ থেকে জানানো হয় বিষয়টি প্রশাসন জানতেন না বিষয়টা প্রশাসনের জানা থাকলে অবশ্যই অনেক আগেই বন্ধ হয়ে যেত মাটি কাটার কাজ। কিন্ত এলাকার মানুষের দাবি প্রশাসনকে এর আগেও একাধিকবার জানানো হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি প্রশাসনের মদত রয়েছে মাটি মাফিয়াদের পিছনে। মদত রয়েছে রাজনৈতিক নেতাদের এমনটাই দাবি এলাকার মানুষের। তবে মহকুমা শাসকের কাজে অনেকটাই খুশি এলাকার মানুষ। এখন দেখার কি ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসন এই মাটি মাফিয়াদের বিরুদ্ধে। নাকি দিনের-পর-দিন দরিদ্র চাষীদের জমি একের পর এক মাটি মাফিয়ারা গ্রাস করে নেবে। এই প্রশ্নটাও কিন্তু বারংবার উঠে আসছে । দরিদ্র পরিবারগুলো এখন তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago