করোনা অতিমারীর প্রভাবে অভূতপূর্ব ক্ষতির মুখে নবদ্বীপের ঐতিহ্যবাহী প্রাচীন কাঁসা-পিতল শিল্প!

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনা অতিমারীর করাল প্রভাবে ও দীর্ঘ লকডাউন এর ফলে অভূতপূর্ব ক্ষতির মুখে নবদ্বীপের ঐতিহ্যবাহী প্রাচীন কাঁসা-পিতল শিল্প। ভগবান শ্রী চৈতন্যদেবের জন্ম ভূমি হওয়ার সুবাদে শহরের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে ছোট-বড় শতাধিক মন্দির ও ধর্মীয় স্থান, যার ফলে অতি পুরাতন এই মন্দির নগরীতে সারা বছরই ভিড় জমান দেশ বিদেশ থেকে ছুটে আসা হাজার হাজার দর্শনার্থীরা। ঐতিহ্যবাহী কাঁসা-পিতল শিল্পের পীঠস্থান হওয়ার কারণে এইসব বহিরাগত দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় নবদ্বীপের কাঁসা-পিতলের তৈরি বাসনপত্র থেকে শুরু করে পূজার্চনার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী, ফলে খোলা বাজারে চাহিদা থাকার কারণে এই শহরে বসবাসকারী বহু পরিবার কাঁসা পিতল শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু মারণব্যাধি করোনা অতিমারীর প্রভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকা লকডাউনের ফলে বর্তমানে প্রায় বন্ধ হতে বসেছে নবদ্বীপের ঐতিহ্যবাহী প্রাচীন এই শিল্প। পাশাপাশি লকডাউনের ফলে গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই বহিরাগত দর্শনার্থীরা আসতে পারছেন না মন্দির নগরীতে। এছাড়াও বিভিন্ন কল কারখানা সহ ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আর্থিক পরিকাঠামো আজ ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ফলে কাঁসা পিতলের তৈরি জিনিসপত্রের চাহিদা কমতে শুরু করেছে খোলাবাজারে। যার কারণে প্রয়োজনের তুলনায় কম কাজ পাচ্ছেন এই শিল্পের সাথে জড়িত হস্ত শিল্পীদের, ফলে তার সরাসরি প্রভাব পড়েছে কাঁসা পিতল শিল্পের সাথে জড়িত মানুষজনদের অর্থনৈতিক জীবনে।বর্তমানে ব্যবসার পরিস্থিতি খারাপ থাকায় ইতিমধ্যেই বহু মানুষ এই শিল্প থেকে সরে পেশা বদলাতে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় কাঁসা পিতল শিল্পীরা। সেই অর্থে এখনো পর্যন্ত প্রাচীন এই শিল্পের ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের পক্ষ থেকে কোন সাহায্য বা আশ্বাসবাণী না পেলেও ভবিষ্যতে এই শিল্পকে টিকিয়ে রাখতে যদি সরকার থেকে কোনরকম সাহায্যের হাত বাড়িয়ে না দেয়া হয় তাহলে একটা সময় এই শিল্প সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাবে বলেও দাবি করেছেন স্থানীয় কাঁসা-পিতল শিল্পীরা। এছাড়াও অতিমারি কাটিয়ে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিনের জন্য অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে তাদের আর কিছুই করার নেই বলেও হতাশার সুরে জানিয়েছেন নবদ্বীপের কাঁসা পিতল শিল্পীরা।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago