ঝাড়গ্রাম শহরে তৃণমূল কর্মী অঞ্জন পাণ্ডাকে ফোন করে ডেকে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে,এলাকায় চাঞ্চল্য! তদন্তে পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক : রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম শহর লাগোয়া কাঞ্চন ওয়েল মিলের কাছে। জখম তৃণমূল কর্মীর নাম অঞ্জন পান্ডা(১৯)। তার বাড়ি ঝাড়গ্রাম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায়। এদিন তাকে ফোন করে দক্ষিণসোলের এক যুবক ঝাড়গ্রাম কাঞ্চনওয়েল মিলের কাছে ডাকে। সে সেখানে যাওয়ার পর তাঁকে ঘিরে ধরে ভোজালি চালানোর অভিযোগ তুলেছেন জখম যুবক। ওর সাথে আরো চারজন ছিল বলে জানিয়েছে অঞ্জন। তারাই তাকে ভোজালি চালিয়েছে বলে সে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে এসে ভর্তি করে। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে আসেন ঝাড়গ্রামের বিধায়ক তথা বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, বিষয়টি ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষকে জানানো হয়েছে। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন,’নির্বাচনের পর শান্ত ঝাড়গ্রামকে অশান্ত করে তোলার জন্য শনিবারই একজন এসেছিলেন। তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার উস্কানিতেই ফের জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। আগামী দিনে শুভেন্দু অধিকারী সহ বিজেপির কোন নেতাকে জঙ্গলমহলে ঢুকতে দিব না।’ তিনি বলেন, জঙ্গলমহলের শান্তি বজায় থাকবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যদি কেউ উস্কানিমূলক বক্তব্য রেখে জঙ্গলমহলে অশান্ত করার চক্রান্ত করে তার বিরুদ্ধে জঙ্গলমহলের মানুষ রুখে দাঁড়াবে। তিনি ওই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দলের ওই কর্মীকে ভজালি চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago