বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনে নামার হুশিয়ারি ফরওয়ার্ড ব্লকের

জেএনএফ ওয়েব ডেস্ক : বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনে নামবে ফরওয়ার্ড ব্লক। আজ কোচবিহারে দলের জেলা কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করার পর সাংবাদিক বৈঠক করেন ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার ও অক্ষয় ঠাকুর।
দীপক সরকার অভিযোগ করে বলেন, “বিজেপি ও তৃণমূল বাংলা ভাগের চক্রান্ত করছে। একদিকে বিজেপি নেতারা প্রকাশ্যে বাংলা ভাগের কথা বলছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একটা অংশ বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে হাত মিলিয়ে চলছে। বিছিন্নতাবাদী সংগঠনের এক নেতাকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য এক বিচ্ছিন্নতাবাদী নেতার সাথে রাজ্যের শাসক দলের প্রথম সারির এক নেতা গোপনে দেখা করছেন।”
অক্ষয় ঠাকুর বলেন, “তৃণমূল কংগ্রেসের সরকার উত্তরবঙ্গে কিছু বিল্ডিং তুলেছে মাত্র, আর তাতে নীল সাদা রং করে উন্নয়ন দেখাচ্ছে। কিন্তু প্রকৃত পক্ষে কোন উন্নয়ন হয় নি। মানুষের হাতে কাজ নেই। আর্থিক ভাবে চরম সঙ্কটে বহু মানুষ। এর জন্য আমরা আন্দোলন করবো। কিন্তু কোন ভাবেই বাংলা ভাগ হতে দেব না।“
উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে বহুদিন থেকেই বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। এক সময় কামতাপুরি আন্দোলন গোটা উত্তরবঙ্গ তোলপাড় করেছিল। কেএলও নামে একটি জঙ্গি সংগঠনও গোটা উত্তরবঙ্গ জুরে ত্রাসের সৃষ্টি করেছিল। এরপর গ্রেটার কোচবিহার নামেও পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন সংগঠিত হয়। আবার গোর্খা ল্যান্ডের দাবিতে একাধিকবার উত্তাল হয়েছিল পাহারও। কিন্তু মূল স্রোতে থাকা রাজনৈতিক দল গুলি কখনই উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তুলে আন্দোলন করতে দেখা যায় নি।
এবারই প্রথম বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গে উন্নয়ন হয় নি বলে অভিযোগ তুলে পৃথক রাজ্যের দাবি জানায়। এরপর থেকেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির বিরুদ্ধে ভোটে হেরে গিয়ে বাংলা ভাগের চক্রান্ত করছে বলে অভিযোগ তোলে। এবার বাম শক্তি ফরওয়ার্ড ব্লকও একই অভিযোগ তুলে আন্দোলনে নামার কথা ঘোষণা করল। ২৬ জুলাই উত্তরবঙ্গের ফরওয়ার্ড ব্লক নেতৃত্বকে বৈঠক করে আন্দোলনের রূপরেখা তৈরি করবে বলে এদিন ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুধু তাই নয়, সকলকে করোনা ভ্যাক্সিন দেওয়া, মানুষের হাতে কাজের ব্যবস্থা করা, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় ১০ দফা দাবিকে সামনে রেখে বিডিও অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক। পাশাপাশি পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে পেট্রল পাম্প গুলির সামনে গিয়ে অবস্থান আন্দোলন করার কথাও ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago