জেএনএফ ওয়েব ডেস্ক : প্রতিবছর গঙ্গা পূজা উপলক্ষে নদীয়ার নবদ্বীপ শহরে ফাঁসিতলা ঘাট, শ্রীবাস অঙ্গন ঘাট, রানীর ঘাট সহ ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে অসংখ্য মানুষের সমাগম ঘটে। এছাড়াও ঘাট সংলগ্ন এলাকায় সুবিশাল মূর্তি বানিয়ে গঙ্গামতার পূজার্চনা করে থাকেন ভক্তবৃন্দরা। প্রতি বছর বিশেষ এই দিনে ভাগীরথী নদীতে স্নান করে পূণ্য লাভের আশায় নবদ্বীপ শহর ছাড়াও দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে প্রাচীন এই শহরে। কিন্তু এই বছর গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকার কারণে বাইরের দর্শনার্থীরা আসতে পারেননি নদীতে স্নান করার জন্য। এছাড়াও গঙ্গা পূজা উপলক্ষে প্রত্যেক বছরই বিভিন্ন ঘাটে মেলার পরিবেশ তৈরি হয়। ঘাট সংলগ্ন এলাকায় ছোট-বড় মাটির পুতুল সহ বিভিন্ন ধরনের খাবার দোকান সাজিয়ে বসেন দোকানিরা। কিন্তু এই বছর মরণব্যাধি করোনা মহামারীর ফলে লকডাউন জারি থাকায় কার্যত জনশূন্য রূপ নিয়েছে নবদ্বীপে ভাগীরথী নদীর বিভিন্ন ঘাট। নদী সংলগ্ন ঘাট গুলোতে গঙ্গা মাতার পুজো হলেও দেবী মূর্তির আকার অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ছোট করা হয়েছে।করোনাকালে বহু মানুষ আজ কর্মহীন, ফলে আর্থিক যোগান না থাকার কারণে পূজার রীতিনীতিতেও রাস টেনেছেন উদ্যোক্তারা। গঙ্গা পূজা কে কেন্দ্র করে বিভিন্ন ঘাটে কতিপয় ব্যবসায়ী ছোটখাটো দোকান খুলে বসলেও সেই অর্থে বেচাকিনি নেই বললেই চলে বলে এইদিন জানান স্থানীয় ব্যবসায়ীরা। শুধুমাত্র করোনা অতিমারীর কারণেই এই বছরে আরম্ভরহীন গঙ্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপ শহরের বিভিন্ন ঘাটে বলে জানিয়েছেন পূজা উদ্যোক্তার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…