ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অভাবের তাড়নায় নিজের স্ত্রী ও দুই সন্তানকে পুড়িয়ে মেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। যদিও ঘটনায় গুরুতর জখম পরিবারের আরও এক মেয়ে। শনিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটে হেমতাবাদ থানার চৌনগর গ্রাম পঞ্চায়েতের ভরতপুর এলাকায়। মৃতরা হলেন, রামচন্দ্র ভৌমিক (৩২), শঙ্করী ভৌমিক (২৮)। মৃত্যু হয়েছে, সরস্বতী ভৌমিক (৫) এবং ঝর্না ভৌমিক (৩) নামে ওই পরিবারের দুই শিশুর। আশঙ্কাজনক অবস্থায় ওই পরিবারের আরও এক নাবালিকা রানি ভৌমিক (১০) রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অগ্নিদগ্ধ ওই নাবালিকার দাবি, এদিন সবার গায়ে আগুন ধরিয়ে দেন তাঁর বাবা। প্রধানের দাবি, অভাবের তাড়নায় গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছে ওই পরিবার। খবর পেয়ে এদিন হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। জখম অবস্থায় নাবালিকাকে রায়গঞ্জ মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পুলিশ সুপার সুমিত কুমার জানান, একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের আরেক মেয়ে জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তবে নাবালিকার অবস্থা আশঙ্কাজনক। রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক জানান, ওই নাবালিকাকে অন্য কোনও মেডিকেল কলেজে রেফার করা ছাড়া উপায় নেই।আজ সকালে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করছে হেমতাবাদ থানার পুলিশ।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…