তরমুজ চাষে ব্যাপক ক্ষতির মুখে বাঘাগেড়িয়া এলাকার তরমুজ চাষীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের খাড়বান্ধি অঞ্চলের বাঘাগেড়িয়া এলাকার তরমুজ চাষীরা ভালো ফলন না হওয়ায় এবং প্রবল শিলা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ওই এলাকার এক তরমুজ চাষী বলেন প্রতি বছর যেভাবে ফলন হতো তা এবছর প্রচন্ড গরমের ফলে এবং বৃষ্টি সময়ে না হওয়ার জন্য ফলন ভালো হয়নি।এছাড়াও প্রতিবছর যেভাবে তরমুজের দাম থাকতো তা এবছর অনেকটাই কমে গেছে। যার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে তরমুজ চাষীদের। এদিকে যেমন তরমুজের ভালো ফলন নেই, দামও কমে গেছে। অন্যদিকে শিলা বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে ওই এলাকার তরমুজ চাষীদের কপালে। ওই এলাকার তরমুজ চাষীরা জানান যে, তরমুজ গাছ ভালোই হয়েছিল কিন্তু ফলন ভালো হয়নি,এখন প্রতি কুইন্টাল তরমুজ ১০৫০ টাকা করে বিক্রি হচ্ছে। যদিও কোনো রকম চাষের খরচটা পাওয়া যেতো। যখনই তরমুজ বিক্রি করার সময় হলো সেই সময় শিলা বৃষ্টির ফলে জমিতেই নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা তরমুজ চাষ।তাই এখন তড়িঘড়ি করে জমি থেকে তুলে নেওয়া হচ্ছে তরমুজ। যাতে জমিনে থাকা তরমুজগুলি নষ্ট না হয়ে যায়।তিনি আরো বলেন যে, এবছরের তরমুজ চাষে লাভের আশা তো দূরের কথা চাষের খরচটাও পাওয়া যাবে না। তা নিয়ে এখন চিন্তায় পড়েছেন ওই এলাকার তরমুজ চাষীরা। তাই ওই এলাকার তরমুজ চাষীরা এই বছরের তরমুজ চাষে ব্যাপক ক্ষতি মুখে পড়ছেন। রবিবার সন্ধ্যায় আচমকা শিলা বৃষ্টির ফলে ওই এলাকার সব্জি চাষীরাও ক্ষতির আশঙ্কা করছেন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago