ঝাড়গ্রাম বাজারে ‘খেলা হবে’ টি-শার্টের বিক্রি তুঙ্গে!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবারের নির্বাচনের মূল সুর ‘খেলা হবে’। শাসক থেকে বিরোধী সকলের মুখেই একটাই কথা। মিটিং, মিছিল থেকে শুরু করে দেওয়াল লিখন সবেতেই ‘খেলা হবে’। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মুখেও ‘খেলা হবে’ স্লোগান শোনা গিয়েছে। আর সেই স্লোগানকে আরও একধাপ এগিয়ে রাখল ‘খেলা হবে’ টি-শার্ট। ঝাড়গ্রাম শহরের কোর্ট রোড চত্ত্বরে দোকানগুলিতে দেদার বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ লেখা টি-শার্ট। লাল, নীল, সাদা, হলুদ সব রঙের পাওয়া যাচ্ছে। যা এই ভোটের বাজারে বিক্রি হচ্ছে দেদার বলে দাবি বিক্রেতাদেরও। উজ্জ্বল দে নামে এক বিক্রেতা বললেন,‘এবারের ভোটে খেলা হবে স্লোগান চলছে চারিদিকে। তাই আমরা বিভিন্ন কোম্পানির খেলা হবে গেঞ্জি নিয়ে এসেছি। বাজারে ভালোই চাহিদা রয়েছে। ভালোই বিক্রি হচ্ছে। কয়েক দিনের মধ্যেই প্রায় ৭০ টির বেশি বিক্রি হয়েছে।’ সুব্রত রায় নামে এক ক্রেতা বলেন,‘এখানে খেলা হবে গেঞ্জিটা পাওয়া যাচ্ছে। এই বাজারে ভোটের মরশুমে খেলা হবে কথাটা বলার সাথে সাথে আমাদের জীবনটাও যে একটি খেলা, তার সাথে সাথে ভোটটাও যে ওতপ্রোতভাবে জড়িত, সব রাজনৈতিক দলই এই খেলা হবে স্লোগানকে জনপ্রিয় করার চেষ্টা করছে। বাজারে খেলা হবে গেঞ্জিটা পেলাম। তাই আমিও কিনলাম। শুধুমাত্র একটা কথা বলতে চাই খেলা হোক, খেলাটা যেমন সুষ্ঠভাবে এবং সহজ-সরল ভাবেই হয়। খেলাটা খেলার জায়গায় থাকাই ভালো।’
ঝাড়গ্রাম জেলা শিবসেনার সভাপতি এবারে নির্দল প্রার্থী হিসেবে ঝাড়গ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন তিনি প্রতীক পেয়েছেন ‘ফুটবল’। শিবসেনার জেলা সভাপতি মধুসূদন সিংহ বলেন,‘মুখ্যমন্ত্রী খেলা হবে এই স্লোগানটা সবার আগে তুলেছিলেন। বাজারে শোরগোলও পড়ে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীও বলে গিয়েছেন খেলা হবে। পশ্চিমবঙ্গে দিদি এবং মোদি দুজনেই খেলতে নেমেছেন। তবে আমি জানি না কতটা সময়ই উনারা খেলতে পারবেন, খেলা চলাকালীন যখন মাঠে গোল্ডেন টাইম আসবে ঠিক ঐ সময় শিবসেনা ৫ মিনিট আগে দুটি গোল করেছে সেটি আর শোধ করতে পারবে না। দিদি এবং মোদির খেলা ওখানেই শেষ হবে। বাজারে জনগণের আওয়াজ তাই উঠেছে।’

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago