২০২০ সালে ঝাড়গ্রাম জেলায় একমাত্র শিক্ষারত্ন পাচ্ছেন প্রধান শিক্ষক বাণীপদ পাত্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ছবির মত স্কুল সাজিয়েছেন। করোনার আবহে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। আর এই দুই কাজেই তাঁকে স্বীকৃতি এনে দিল। রাজ্য সরকার তাঁকে এবছর
ঝাড়গ্রাম জেলায় একমাত্র শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। তিনি হলেন আঠান্ন বছরের বাণীপদ পাত্র।গোপীবল্লভপুর-১ ব্লকের ধানশোল আদিবাসী হাইস্কুলের প্রধান শিক্ষক।
১৯৮২ সালে এই স্কুলেই তিনি সহ-শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৪ সালে তিনি প্রধান শিক্ষক হন। প্রধান শিক্ষক হওয়ার পরই স্কুলের পরিকাঠামো সহ নানা উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করেন তিনি। ১৯৯৯ সালে স্কুলটি মাধ্যমিক স্তরে উন্নীত হয়। ২০১১ সালে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়। ২০১৩ সাল থেকে স্কুলে সাঁওতালি মাধ্যমে পঠন-পাঠন শুরু হয়েছে। বর্তমানে স্কুলটিতে বাংলা ও সাঁওতালি দু’টি মাধ্যমে পঠন-পাঠন হয়। এবছর ওই স্কুল থেকেই সাঁওতালি মাধ্যমে ১৩ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সবাই পাশ করেছে। এমনকি সাঁওতালি মাধ্যমে ১৫ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তারমধ্যে ১৪ জন পাশ করেছে। এবারের শিক্ষারত্নের জন্য করোনার আবহে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। করোনা পরিস্থিতিতে বানীপদবাবু গোপীবল্লভপুরের ওড়িশা সীমান্তবর্তী কেন্দুগাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে করোনা নিয়ে মানুষজনকে সচেতন করেছেন। এছাড়াও আদিবাসী অধ্যুষিত ওই এলাকার পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশুনার খোঁজ খবর নিতেন। এমনকি পড়ুয়াদের বাড়ি গিয়ে পড়াতেন। শিক্ষারত্ন মনোনীত হওয়ার পর প্রধান শিক্ষক বাণীপদ পাত্র বলেন,’আর দু’বছর আছে আমার অবসর গ্রহণের। এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় আরো দায়িত্ব আরও বেড়ে গেল। আদিবাসী অধ্যুষিত ওই এলাকায় শিক্ষার প্রসার নিয়ে আগামী দিনেও কাজ করে যাব।’ ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন,’জেলা থেকে দু’জন শিক্ষকের নাম রাজ্যে পাঠানো হয়েছিল। তারমধ্যে বাণীপদবাবুই একমাত্র শিক্ষারত্ন পুরস্কারের জন্য এবছর মনোনীত হয়েছেন।’

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago