ঝাড়গ্রাম আমার দ্বিতীয় বাড়ি, ওয়েবনারে যোগ দিয়ে বললেন ঝাড়গ্রামের ‘মনের মানুষ’ তথা প্রাক্তন মহকুমা শাসক আর এ ইজরায়েল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম আমার দ্বিতীয় বাড়ি, ওয়েবনারে যোগ দিয়ে বললেন ঝাড়গ্রামের ‘মনের মানুষ’ তথা প্রাক্তন মহকুমা শাসক আর এ ইজরায়েল। শনিবার দুপুরে ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালুমনি অ্যাসোসিয়েশন ও পদার্থবিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে অনলাইন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঝাড়গ্রাম রাজ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায়। জঙ্গলমহলের পড়ুয়া ও অভিভাবকদের কাছে এদিনের অনুষ্ঠানের মূল আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক তথা ঝাড়গ্রাম মহকুমার প্রাক্তন মহকুমা শাসক আর এ ইজরায়েল। এছাড়াও ছিলেন জঙ্গলমহলের ভূমিপুত্র তথা ঝাড়গ্রাম জেলার বর্তমান ডিএসপি দেবরাজ ঘোষ, খড়গপুর আইআইটির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক সজলকুমার ধাড়া, ঝাড়গ্রাম রাজ কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অঞ্জনকুমার চাকি, বিশিষ্ট শিক্ষাবিদ অশোকেন্দু সেনগুপ্ত, জর্জ টেলিগ্রাফের ঝাড়গ্রাম শাখার ডিরেক্টর ভোলানাথ বোস এবং বিশিষ্ট গুণী ব্যক্তিরা। অনলাইনের ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠানটি হয়। চেন্নাইবাসী আর এ ইজরায়েল তাঁর বক্তব্য শুরু করেন বাংলা ভাষা দিয়ে। প্রথমেই তিনি বলেন,‘ভালো আছি। সবাইকে নমস্কার। একদিন সুযোগ পেলে ঝাড়গ্রাম যাব।’ তারপরেই তিনি বলেন বাংলা আমি বলতে ও পড়তে পারি কিন্তু ইংরেজিতে বলব যাতে সকলেই আরো ভালো করে বুঝতে পারেন। আবেগঘন হয়ে পড়ে তিনি বলেন,‘ঝাড়গ্রাম আমার দ্বিতীয় বাড়ি, তাই এখানে কেউ কোনো ভাবে সাহায্য চাইলে তাঁকে সাহায্য করতে প্রস্তুত। কেউ যদি আমার একাডেমিতে প্রশিক্ষণ নিতে চাইলে তাঁকে সর্বতো ভাবে সাহায্য করব।’ তিনি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সমস্ত ছাত্র ছাত্রীদের আইএএস, আইপিএস সহ সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় কিভাবে সাফল্য পাওয়া যায় সে ব্যাপারে পরামর্শ দেন। ডিএসপি দেবরাজ ঘোষ বলেন,‘আমি নিজেই পড়েছি। আর গ্রুপ ডিসকাশন করে নিজেরা শিখেছি।’ wbcs পরীক্ষাতে সাফল্য লাভের পরামর্শ দেন ডিএসপি দেবরাজ ঘোষ। এদিন ২২৯৭ জন ছাত্র ছাত্রী এই অনলাইন ওয়েবনারে যোগ দেন। ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামলকুমার ভুঁই শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এদিনের অনলাইন কেরিয়ার গাইডেন্স অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago