ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং নয়, গবেষক শিক্ষক হতে চায় মাধ্যমিকে প্রথম অরিত্র পাল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পরীক্ষার ১৩৯ দিন পর প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল৷ এবছর পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন প্রার্থী৷ মাধ্যমিকের মেধা তালিকায় জেলার জয়জয়কার৷ এ বছরও পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক৷ এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে অরিত্র পাল৷ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র অরিত্রের প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪ (৯৯.১৪%)৷ অরিত্র বলেন,’প্রথম ১ থেকে ১০-এর মধ্যে থাকব আশা করেছিলাম৷ ভবিষ্যতে অঙ্ক বা রসায়ন নিয়ে গবেষণা করতে চাই৷’ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বর্ধমানের অরিত্র আরো বলেন, ‘‘আমি বলতে পারছি না৷ আমি প্রথমে বুঝতে পারিনি, যে আমি প্রথম হয়েছি৷ পরে বুঝতে পারলাম৷ আমি প্রথম হব, সেটা প্রত্যাশা ছিল না৷ তবে, এক থেকে দশের মধ্যে থাকতে পারি বলে আশা করেছিলাম৷ আমার এই সাফল্যের পেছনে স্কুলশিক্ষকদের অবদান অনস্বীকার্য৷ আমার পরিবারের তরফ ছিল পূর্ণ সহযোগিতা৷ আমার মা প্রাথমিক স্কুলের শিক্ষিকা৷ ছোটবেলা থেকে মা আমাকে পড়িয়ে আসছে৷ মা একবার বুঝিয়ে দিলে আর ভুল হয় না৷ মা ছাড়া এত ভালো কেউ আমাকে বোঝাতে পারতো না৷ মায়ের ইচ্ছা ছিল, আমি মাধ্যমিকে ব়্যাঙ্ক করব৷ আজ মায়ের শান্তি৷ মায়ের আজ সেই আশা পূর্ণ হল৷
মাধ্যমিকের সফল হওয়ার পর পরবর্তী পরিকল্পনা কিংবা প্রস্তুতি কেমন ছিল? এই প্রসঙ্গে অরিত্র পাল জানিয়েছেন, ‘‘আমি প্রায় আট বছর ধরে ছবি আঁকছি৷ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছুদিন বন্ধ রেখেছিলাম৷ সকালে উঠে কোচিং ক্লাসে যেতাম৷ বাড়িতে এসে যেতাম স্কুলে৷ স্কুল থেকে বাড়ি ফিরে যেতাম টিউশনে৷ রাতে এসে পড়তাম৷ রাত ৮ টা থেকে ১১টা পর্যন্ত পড়তাম, কখনও কখনও রাত একটা-দেড়টা পর্যন্ত পড়তাম৷’’ পরবর্তী লক্ষ্য প্রসঙ্গে অরিত্র জানিয়েছেন, ‘‘আমার ইচ্ছা গবেষণা করা৷ অঙ্ক বা রসায়ন নিয়ে গবেষণা করতে চাই৷ স্কুল শিক্ষক হতে চাই৷’’

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago