মোবাইল অ্যাপে ডিলিট করা যাবে নিজের দেওয়া তথ্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা আক্রান্তদের উপর নজরদারি চালাতে চলতি বছর এপ্রিলের শুরুতেই আরোগ্য সেতু অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার৷ ব্লুটুথ এবং জিপিএস-এর মাধ্যমে এই অ্যাপ ব্যবহারকারীদের গতিবিধির উপর নজর রাখা হয়। অবশেষে ভারত সরকারের কোভিড-১৯ ট্র্যাকার আরোগ্য সেতু ইউজারদের অ্যাপ থেকে তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করা এবং তথ্য মুছে দেওয়ার সুযোগ দেওয়া হল৷ নতুন আপডেটে একটি বিকল্পও আনা হয়েছে৷ যার মাধ্যমে অন্যান্য হেলথ অ্যাপ্লিকেশনগুলির সঙ্গে আরোগ্য সেতুর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়া যাবে৷ এই নতুন পরিবর্তনগুলি আপাতত শুধু অ্যানড্রয়েড ফোনেই পাওয়া যাবে৷ তবে খুব শীঘ্রই এই সুবিধা পাবেন আইওএস ইউজাররা৷ তৃতীয় কোনও অ্যাপসকে আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেওয়ার বিষয়টি খুঁজে পাওয়া যাবে ‘সেটিং’ এবং ‘অ্যাপ্রোভাল ফর আরোগ্য সেতু স্ট্যাটাস’ এর মধ্যে৷ পরীক্ষা করার পর অন্যান্য হেলথ অ্যাপগুলিকে আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনার তথ্য সংগ্রহ করতে দেবে৷ আরোগ্য সেতু অ্যাপ ডেভলপাররা সম্প্রতি একটি ফিচার যোগ করেছেন, যা আপনার ব্লুটুথ কনট্যাক্ট-এর উপর ভিত্তি করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করতে সাহায্য করবে৷ কিন্তু সবচেয়ে বড় আপডেটটি হল, এবার আরোগ্য সেতু অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্ট পাকাপাকিভাবে মুছে ফেলার অপশানটি থাকছে৷ মুছে ফেলা হবে আপনার যাবতীয় তথ্যও৷ তবে অবিলম্বে নয়৷ অ্যাকাউন্ট ডিলিট করার পর ৩০ দিন পর্যন্ত সরকারের সার্ভারে সংরক্ষিত থাকবে আপনার সমস্ত তথ্য৷ এক মাস পর এই তথ্য মুছে দেওয়া হবে৷ মনে রাখবেন, অ্যাকাউন্ট ডিলিট করার পর আপনার ফোন থেকে সমস্ত তথ্য মুছে গেলেও সরকারি সার্ভার থেকে তা মোছার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে৷ অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস-এর মধ্যে পাবেন ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশানটি৷ অ্যাকাউন্ট মোছার সঙ্গে সঙ্গে আরোগ্য সেতু রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যাবে৷ প্রসঙ্গত, গত মে মাসে সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি, কোভিড-১৯ কনটেনমেন্ট জোনে যে সমস্ত মানুষ রয়েছেন, তাঁদের জন্যও এই অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে তাঁদের গতিবিধির উপর নজরদারি চালানো যায়।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago