তৃণমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ তৃণমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে কোপানোর ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম, রাজীব কর। রাজীব বেলিয়াবেড়া ব্লকের চোরচিতা অঞ্চলের সভাপতি। রাজীবের বাড়ি বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রামে। মঙ্গলবার বিকালে ঝাড়খন্ডের চাকুলিয়া থেকে রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিস। আজ, বুধবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। পুলিস সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন, ওই ঘটনায় রাজীব করকে গ্রেপ্তার হয়েছে। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি রাতে বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রামে একটি ভূষিমাল দোকানে চাল-ডাল কিনে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী চন্দন দে। ওই সময় স্থানীয় একটি সরস্বতী পুজোর বিসজর্নের শোভাযাত্রা যাচ্ছিল। ওই শোভাযাত্রায় থাকা তৃণমূলেরই কিছু লোকজন চন্দনকে কটূক্তি করেন বলে অভিযোগ। এই নিয়ে চন্দনের সঙ্গে স্থানীয় তৃণমূলের কয়েকজনের বচসা-হাতাহাতি হয়। এই ঘটনার জেরে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী চন্দনকে হাঁসুয়া দিয়ে কোপান বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে যায় চন্দন। কিন্তু হামলাকারীরা পিছু ধাওয়া করে হাঁসুয়ার কোপে তাঁর মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ক্ষতবিক্ষত করে দেয়। ওই ঘটনায় চন্দনের দাদা মৃন্ময় বেলিয়াবেড়া থানায় অভিযোগ জানান। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। চন্দনের পরিবারের অভিযোগ, গত বছর ৭ নভেম্বর রাতে দলেরই কিছু লোকজন চন্দনের উপরে বোমাবাজি করেছিল। ওই সময় জখম হয় চন্দন। বেলিয়াবেড়া থানায় দলের তৎকালীন অঞ্চল যুব নেতা রাজীব করের নামে অভিযোগ করেছিলেন চন্দন। কিন্তু ওই সময় পুলিস রাজীবকে গ্রেপ্তার করেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের ব্লক সভাপতি টিঙ্কু পালের অনুগামী রাজীবকে সম্প্রতি চোরচিতা অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। চন্দন হলেন বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালীপদ সুরের অনুগামী। কালীপদ ও টিঙ্কু গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। এলাকার ক্ষমতা দখলকে কেন্দ্র করে সেই বিবাদ আরও জোরালো হয় গত বছর নভেম্বরে। তার জেরে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছিল। ৩ ফেব্রুয়ারি রাতের হামলা সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল বলে মনে করছে দলীয় নেতৃত্ব। গত ৮ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পুলিস সুপারকে ডেকে মন্ত্রী জানিয়ে দিয়েছিছেন, এরপর কোন গন্ডগোল হলে দু’পক্ষকেই গ্রেপ্তার করবেন। ওই ঘটনায় পুলিস দিলীপ বান নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছিল। দিলীপ বান বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। রাজীবের গ্রেপ্তারের কথা শুনে বেলিয়াবেড়া ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল বলেন, পরে ফোন করছি। জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন টুডু বলেন, আইন আইনের পথে চলছে। আইনের উর্ধ্বে কেউ নয়। কেউ দোষ করলে, সে দলের যেই পদে থাকুক না কেন, সে শাস্তি পাবেই।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago