ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- অযোধ্যায় গোরুদের শীতের হাত থেকে রেহাই দিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে অযোধ্যা পুরো নিগাম৷ গোরুর জন্য বিশেষ ব্যবস্থা করেছে পুরো নিগম৷ শীতের মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে৷
রাজ্যের বিভিন্ন স্থানে যত গোরু রয়েছে, তাদের প্রত্যেকের জন্য পোশাকের এই বিশেষ ব্যবস্থা করা হবে৷ এই বিষয়ে অযোধ্যা নগর নিগাম কমিশনার জানিয়েছেন, গোরু ও মহিষদের জন্য একটি বিশেষ কোট বাড়ানো হবে৷ অবশ্য তাদের কোটের নকশা হবে একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন৷ মহিষ দের জন্য যে পোশাক বানানো হবে তাতে একটিমাত্র পাটের স্তর থাকবে৷ গোরুদের জন্য বরাদ্দ হবে দুটি স্তরের পাটের কোর্ট৷ পাশাপাশি গোরুদের জন্য প্রস্তুত পোশাকটি সম্পূর্ন সেলাই করা হবে৷
শীতের হাত থেকে গোরুদের বাঁচানোর জন্য পোশাক কেনা হবে৷ অযোধ্যা পুর নিগমের নগর কমিশনার জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই গোরুদের জন্য বিশেষ পোশাক দিয়েছি৷ ৩৪টি স্তরে সম্পূর্ণ কাজটি হবে৷ এই পোশাকের জন্য ৩০০ টাকা বরাদ্দ করতে চলেছে পুর নিগম৷ ত্রিস্তরীয় পোশাক তৈরি করা হচ্ছে বাছুরদের জন্য৷ পোশাকটি সম্পূর্ন ভাবে পাট দিয়ে তৈরি করা হবে বলে জানানো হয়েছে৷
সৌজন্যে :- আজ বিকেল
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…