ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের ব্যারাকের উদ্বোধনে করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের ব্যারাকের উদ্বোধনে করলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। ডিয়ার পার্ক সংলগ্ন অজুর্নখাস মৌজায় প্রায় ৪০ একর জায়গার উপর গড়ে উঠেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইন। পুরুষ কনস্টেবল, এনভিএফ ও হোমগার্ডদের থাকার ব্যারাক এবং ক্যান্টিনের উদ্বোধন করেন ডিজি। প্রথমে নারকেল ফাটিয়ে তারপর সবুজ ফিতা কেটে দ্বারোঘাটন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি(আইবি) নীরাজ কুমার সিং, আইজি(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্রা, ডিআইজি(মেদিনীপুর রেঞ্জ) সুকেশ জৈন, ঝাড়গ্রামের এসপি অমিতকুমার ভরত রাঠোর প্রমুখ। এদিন চারতলা বিশিষ্ট যে ব্যারাকের উদ্বোধন হয়েছে সেখানে ৩২০ জন পুলিশ কর্মী একসঙ্গে থাকতে পারবেন। সাংবাদিকের কাছে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র বলেন,‘মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ কর্মীদের থাকার জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছেন তিনি। আমার মনে হয় রাজ্যের মধ্যে এটিই সবচেয়ে বড় এলাকা জুড়ে তৈরি করা হয়েছে পুলিশ লাইন।’

২০১৬ সালের জানুয়ারি মাস থেকে একাজ শুরু হয়। পুলিশ লাইনটি মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে। নানা ধরনের অত্যাধুনিক সুবিধাযুক্ত পুলিশ লাইন করা হচ্ছে। খেলা,শরীর চর্চার জন্য আছে খেলার মাঠ, প্যারেড গ্রাউন্ড,ক্রিকেট গ্রাউন্ড,ভবিবল, মহিলা ও পুরুষ পুলিশদের জন্য থাকচ্ছে আলাদা খেলার মাঠের ব্যবস্থা। এছাড়াও প্রশাসনিক বৈঠকের জন্য কনফারেন্স হল,উচ্চপদস্থ আধিকারিকদের জন্য গেস্ট হাউস। এমনকি হেলিপ্যাডেরও নক্সা করা রয়েছে এখানে। পুলিস সুপার অমিতকুমার ভরত রাঠোর ব্যারাকের পুলিশ কর্মীদের উদ্দেশে বলেন,‘ব্যারাকে দুটি কমিটি করুন। একটি মেস কমিটি এবং ক্লিন কমিটি।

রোটেশনে দায়িত্ব পালন করে এলাকা পরিস্কার রাখবেন। এখানের চারিদিকে সেন্ট্রির ব্যবস্থা করবেন। দু’মাস পর আমি যদি দেখি আপনারা ভালো কাজ করে এলাকা পরিস্কার রাখেন তাহলে জিমের ব্যবস্থা করা হবে। আরও কয়েক মাস পরে আপনাদের বিনোদনের জন্য রিফ্রেশারেরও ব্যবস্থা করা হবে।’

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago