বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের, ডাক পড়লো তৃনমূল সাংসদ অপরূপা পোদ্দারের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কেন্দ্রে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে দেশজুড়ে না হলেও পশ্চিমবঙ্গে ঘটা একাধিক আর্থিক কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে বেশ উদ্যোগী মোদী সরকরা। আর তার জেরেই সারদা, রোজভ্যালির সঙ্গে বেশ দ্রুততা পেয়েছে নারদা কেলেঙ্কারি। যার জেরে বুধবার দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে নারদা কেলেঙ্কারিতে ম্যাথু স্যামুয়েল ও তৃণমূলের সাংসদ কে ডি সিং-কে মুখোমুখি বসিয়ে জেরা করল সিবিআই।

সেই সূত্র ধরে এদিন আবারও সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল সিবিআই। আগামী শনিবার অর্থাৎ ৩১ অগস্ট সল্টলেকের সিজিও কমপ্লেকসে শোভনকে হাজির হতে বলা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, ম্যাথু স্যামুয়েল ও তৃণমূলের সাংসদ কে ডি সিং-কে জিজ্ঞাসাবাদের সময়ে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে বেশ কিছু নতুন তথ্য।মঙ্গলবার সন্ধ্যায় সিবিআইয়ের দুই আধিকারিক শোভন চট্টোপাধ্যায়ের সার্দান অ্যাভিনিউয়ের বাড়িতে যান। তখনই তাঁকে নোটিস দিয়ে আসেন তাঁরা। বিজেপিতে যোগদানের পর এই প্রথম তাঁকে নোটিস পাঠাল সিবিআই। এর আগে নারদাকাণ্ডে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

সম্প্রতি ম্যাথু স্যামুয়েলের গোপন ক্যামেরার সূত্রে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেগুলি নিয়েই প্রশ্ন করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে।অন্যদিকে, নারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার অর্থাৎ ২ সেপ্টেম্বর আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে হাজিরার নোটিস পাঠিলেছে সিবিআই।

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের একটি দল, আরামবাগে সাংসদের বাড়িতে যান। সেখানে গিয়ে সাংসদের হাতে হাজিরা নোটিসও দেন। সূত্রের খবর, ওই নোটিসে সেপ্টেম্বর মাসের দু’তারিখ সকাল এগারোটায় কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে শোভনের তলবের বিষয়ে ভাবিত নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআই এর আগেও অনেক নেতাকে ডেকে পাঠিয়েছে। সিবিআই ডেকে পাঠিয়েছে মানেই শোভন অপরাধী নন।”

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago