চায়ের আসরে শুনবেন অভাব অভিযোগ,’দিদিকে’ টক্কর দিতে এবার ময়দানে নামছেন দিলীপ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- তৃণমূলকে টক্কর দিতে কোনও পন্থাই বাকি রাখছে না রাজ্য বিজেপি। বিশেষ করে লোকসভা নির্বাচনের সাফল্যের পর ২০২১-কে পাখির চোখ করে ঝাঁপিয়েছে তারা। আর এবার তৃণমূলের দিদিকে চলো কর্মসূচিকে টক্কর দিতে সরাসরি ময়দানে নামছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গোটা রাজ্যে গ্রামে গ্রামে গিয়ে চায়ের সঙ্গে সুখ – দুঃখ ভাগ করে নেবেন তিনি। কর্মসূচির কথা জানিয়ে বৃহস্পতিবার একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিজেপি।

জনসংযোগ বাড়াতে গত মাসে ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে তৃণমূলনেত্রীকে সরাসরি অভিযোগ জানাতে প্রকাশ করা হয় একটি ফোন নম্বর। সঙ্গে চালু করা হয় একটি ওয়েবসাইট ও ইমেল আইডি। একই সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে এই কর্মসূচির প্রচারের নির্দেশ দেওয়া হয় তৃণমূল নেতাদের। গ্রামে দলীয় কর্মীর বাড়িতে খাওয়াদাওয়া ও রাত্রিযাপনের নির্দেশও যায় তাদের কাছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, লোকসভা নির্বাচনে আশানুরুপ ফল না হওয়ায় নির্বাচনী কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করেছে তৃণমূল। তিনি ও তাঁর সংস্থা আইপ্যাকের পরিকল্পনাতেই হচ্ছে এই কর্মসূচি।

তৃণমূলের এক কর্মসূচিকে অন্তঃসারশূন্য বলে কটাক্ষ করে শুরু হয়েছে দিলীপের কর্মসূচির প্রচার ভিডিয়ো। তাতে দাবি করা হয়েছে, রাজ্যের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব যাবেন আপনার এলাকায়। চায়ের আড্ডায় মুখোমুখি হওয়া যাবে তাঁর। কবে কথা বলা যাবে তাঁর সঙ্গে জানতে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজেপি কার্যালয়ে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ‘দিদিকে বলো’-র পালটা কর্মসূচিতে দিলীপকে নামিয়ে স্পষ্ট বার্তা দিল বিজেপি। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ভাল ফল করলেও এখনো বিধানসভা নির্বাচনে দলের মুখ কে হবে তা নিয়ে জনমানসে কোনও ধারণা তৈরি হয়নি। সেই লক্ষ্যেই দিলীপ ঘোষকেই মমতার প্রতিদ্বন্দী করে তুলতে পালটা কর্মসূচি নিয়েছে তারা।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago