তৃণমূল নেতাদের হাটে হাঁড়ি ভাঙার হুমকি দিলেন ভারতী ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- তৃণমূল নেতাদের হাটে হাঁড়ি ভাঙার হুমকি দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তিনি এদিন দলের নেতা কর্মীদের নিয়ে খড়গপুর গ্রামীনের বসন্তপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার করছিলেন। তাঁর বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলায় সিআইডি চার্জশিট পেশ করেছে আদালতে। ভোটের সময় স্বাক্ষ্য ও অভিযোগ কারী কে হুমকি দিচ্ছেন । রাজ্য সরকার তাই সুপ্রিম কোর্টে আবেদন করেছে তিনি যাতে পশ্চিম মেদিনীপুরে ঢুকতে না পারে। ১৫ এপ্রিল সেই মামলার শুনানী রয়েছে। তার আগে শনিবার সকালে প্রচারে বার হন । প্রচারের ফাঁকে তিনি বলেন, আমি আগে দাগমুক্ত হয়েছি এরপর বিজেপিতে যোগ দিয়েছি। আমি এখন রাস্তায় নেমে এসেছি। সবথেকে বড় আদালত মানুষের আদালত। যারা অন্যায় করে , চুরি করে তারা ভয় পায়। আমি কোনো অন্যায় করিনি। তাই কাউকে ভয় করবো না।সব তৃণমূল নেতার কেচ্ছা আমি জানি। এবার হাটে হাঁড়ি ভেঙে দেব। প্রথমে আমার গাড়ি ভাঙা হলো। এরপর এজেন্টকে মারধর করা হলো । এতেও না দমাতে পারায় এখন সুপ্রিমকোর্টের কাছে গেছে আমাকে আটকাতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে দুর্নীতি গ্রস্ত আখ্যা দিয়ে তিনি বলেন, যিনি নারদা, সারদা কেলেঙ্কারীতে জড়িত তাঁদের এমএলএ, এমপি হওয়ার টিকিট দেন, দুর্নীতি আড়াল করতে কোটি কোটি টাকা খরচ করেন। এখন টেট কেলেঙ্কারি, মাধ্যমিক প্রশ্ন ফাঁস , দাঁড়িভিটের মতো ঘটনা ঘটেছে।এসবের জন্য দায়ী মুখ্যমন্ত্রী। এসপি থাকাকালীন তিনি যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি তা সাফ জানিয়ে বলেন, অবৈধ বালি খাদান বন্ধ করে দিয়েছি। গরু পাচার বন্ধ করে দিয়েছি। নির্বাচনে গোলমাল পাকাতে জলপাই পোশাক পরা ৪০০ জন তৃণমূল কর্মী এলাকায় এলকায় ঘুরে বেড়াচ্ছে। এবিষয়ে তিনি বলেন, আমার কাছে সব খবর আছে। কার নেতৃত্বে এসব হচ্ছে, কোন দর্জির দোকানে এই পোশাক কাটা হচ্ছে সব জানি। বেশি বাড়াবাড়ি করলে পোশাক তুলে দেব, তৃণমূলের লোকদেরও তুলে দেব।।রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে বা তাঁকে আটকাতে যত চেষ্টাই করুক তিনি যে দমবার পাত্রী নন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে জেলার তৃণমূল নেতারা।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago