ঝান্ডা যারই হোক, কাপড় দিচ্ছে মোদীর গুজরাট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিজেপি তো বটেই, দলের নাম তৃণমূল, সিপিএম, কংগ্রেস যাই হোক না কেন, মোদীর গুজরাটের উপর ভরসা সবার। অন্তত পতাকা তৈরির ক্ষেত্রে।

ভোট আসতেই শুরু হয়ে গেছে পতাকা তৈরির ব্যস্ততা। হাওড়ার উনসানি দক্ষিণপাড়ায় যেমন নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না কারিগররা। জানা গেল, সকাল থেকে বসে এক একদিন গড়িয়ে যাচ্ছে সন্ধে। পরের পর কাপড় কেটে মেশিনে জুড়তে জুড়তে। পতাকার পাশাপাশি তৈরি হচ্ছে দলের সিম্বল ছাপানো গেঞ্জি, টুপি ব্যাজও। এক কারখানা মালিক জানান, এ বার ভোটের মরসুমে অর্ডারপত্র বেশ ভালোই। বাম ডান সব দলই দিচ্ছে পতাকা তৈরির বরাত। ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ পতাকা তৈরির কাজ পেয়েছেন। রয়েছে আরও পাওয়ার আশা ।

পতাকা তৈরির কাপড় বেশিরভাগই আসছে সুরাট থেকে। অন্য জায়গা থেকে কিছু থান এলেও রাজনৈতিক দলগুলির প্রথম পছন্দই না কি সুরাট থেকে আসা কাপড়। পতাকার রঙ লালই হোক, আর তিরঙ্গা সবাই চাইছেন কাপড় যেন গুজরাটি হয়!

উনসানিতে পতাকা তৈরির কারখানা রয়েছে রাজীব হালদারের। তিনি বলেন, “আসলে সুরাট থেকে আসা কাপড়ের মতো মসৃণ আর মোলায়েম অন্য জায়গার কাপড় নয়। চকচকে এই কাপড়ে পতাকা তৈরি হলে তা অনেক বেশি নজর কাড়ে। দামও তুলনায় সস্তা। তাই সবাই এসে আগে এই কাপড়েরই খোঁজ করছেন।”

মোদীর গুজরাট শুনেও অন্তত এই একটা ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই। পতাকা তৈরি করতে দিতে আসা সিপিএম কর্মী সুদীপ দলুই অবশ্য বিষয়টাকে এ ভাবে দেখতে নারাজ। প্রশ্ন করতেই হাসি খেলে গেল মুখে। ঝটিতি উত্তর, “ আরে বাবা, এর সঙ্গে রাজনীতি জড়াচ্ছেন কেন? কাপড়টাতো ওখানকার সত্যিই ভালো। আর ব্যবসায়ীরাও তো ওখানকার কাপড়ই কিনে আনেন। আমরা তাই ভালোটাই বেছে নিই।”

সৌজন্যে : দ্য ওয়াল

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago