ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ডেস্ক: বিমানবন্দরে ‘সোনা উদ্ধার’ কাণ্ডে কার্যত ক্লিন চিট পেয়েই গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী বিরুদ্ধে ‘সোনা’ নিয়ে আসার কোনও প্রমাণ দেখাতে পারেননি শুল্ক দফতরের আধিকারিকরা। কিন্তু এবার নতুন করে ফের উঠে এল সেই ঘটনা। সৌজন্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন নতুন করে কলকাতা বিমানবন্দরের ঘটনাটি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে সিবিআই। শীর্ষ আদালতে তাদের অভিযোগ, ২ মার্চ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির স্ত্রী’কে কলকাতা বিমানবন্দরে আটকান শুল্ক দফতরের আধিকারিকরা। কাস্টম আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলেও স্থানীয় পুলিশ বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ভিতর এসে ঢুকে পড়ে এবং জোর করে ওই দিনই তাদের ছাড়িয়ে নিয়ে যায়। অভিযোগ সিবিআই-এর।
এখানেই শেষ নয়। সিবিআই শীর্ষ আদালতে অভিযোগ তুলে আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর স্ত্রী নাকি সাতটা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে এসেছিলেন। যার জেরে তল্লাশি চালাতেই তাঁর পথ আটকান শুল্ক দফতরের আধিকারিকরা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযোগ শুনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটি আবেদন দায়ের করার পরামর্শ দেন। একই সঙ্গে জানতে চান, ‘আপনারা কী চাইছেন? এটার বিষয়ে আমরা কী করব?’ বলাই বাহুল্য, দিনকয়েক বিষয়টি যথেষ্ট টানাপড়েন চলেছিল বাংলার রাজনৈতিক মহলে। যার উত্তাপ গিয়ে পড়ে দিল্লিতেও। সেখানে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেককে নিশানায় নেয় বিজেপি। তারপর যদিও সবদিক দিয়েই ক্লিনচিট পেয়ে যান অভিষেক। কিন্তু সিবিআই নতুন করে অভিযোগ তোলায় ফের এই মামলার জল অনেক দূর গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
সৌজন্যে : Mahanagar 24×7
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…