নেতারা ভিড় জমাচ্ছেন ছাপাখানায়, ভোটের মুখে লক্ষীলাভ ফ্লেক্স ব্যবসায়ীদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধ যতই বাড়ুক না কেনো, এই জায়গায় কিন্তু সকলেই সমান। ডান-বাম, বিজেপি-অ-বিজেপি এখানে কারোর মধ্যে কোন বিভেদ নেই। মোদি-মমতা এখানে একই জায়গা থেকে বেরিয়ে আসেন। আর ভোটের বাজার চলছে তাই এ-ঘরে আপাতত অন্যদের প্রবেশ নিষেধ। শুধুই রাজনৈতিক রথী-মহারথীদের জন্য এখন অবাধ প্রবেশ। কি ভাবছেন নির্বাচন কমিশনের অফিস ? না তা কিন্তু একেবারেই নয়। তবে নির্বাচনের সঙ্গে এর অবাধ সম্পর্ক। লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনা হতেই প্রচারের কথা মাথায় রেখে দেওয়াল লিখনের পাশাপাশি রাজনৈতিক দলগুলি পছন্দের ফ্লেক্স-ব্যানার বানাতে ব্যস্ত। কাপড়ের উপর হাতে লেখার দিন এখন গিয়েছে। এখন সব রাজনৈতিক দল গুলিরই প্রথম পছন্দ ফ্লেক্স-ব্যানার। তাই সকলেই ভিড় জমাচ্ছে বিভিন্ন ফ্লেক্সের দোকানে। বাঁশবেড়িয়া মিলনপল্লী এলাকার ফ্লেক্স ব্যবসায়ী পার্থ মুখার্জী। বিগত ছ’বছর ধরে তিনি এই ব্যবসার সাথে যুক্ত। প্রত্যেক বছর কোন না ভোট এলে তার ব্যাবসার চাপ কয়েকগুন বেড়ে যায়। বাড়ে কর্মচারীদের কাজও। মিলনপল্লী এলাকায় তার দোকানে এখন কর্মীদের নাওয়া-খাওয়া প্রায় বন্ধ। দিন রাত এক করে এখানের জনা ছ’য়েক কর্মী এখন কাজ করে চলেছেন। ডিজাইন বানানো থেকে শুরু করে প্রিন্ট দেওয়া এবং সবশেষে রোল করে বায়নাদারদের হাতে তুলে দেওয়া পর্যন্ত সমস্ত কাজটাই তারা করেন। গত ১০ তারিখ ভোটের দিনক্ষন ঘোষনা হওয়ার পর ১২ তারিখ তৃণমূল নেত্রী তাঁদের প্রার্থী তালিকা ঘোষনা করেছেন। আর সেদিন বিকেল থেকেই অর্ডার আসা শুরু হয়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন অর্ডার আসছে আর প্রতিদিন ডেলিভারিও হচ্ছে। অন্যান্য দল এখনও প্রার্থী তালিকা ঘোষনা না করায় ফ্লেক্স অর্ডারে আপাতত অনেকটাই এগিয়ে তৃণমূল। তবে অন্যান্য দলগুলিও ইতিমধ্যে কটা কোন সাইজের ব্যানার লাগবে সে বিষয়ে জানিয়ে অর্ডার বুক করা শুরু করে দিয়েছেন। দোকান মালিক পার্থ মুখার্জির বক্তব্য বিগত ভোটগুলির মত এবারেও ফ্লেক্স অর্ডারে তৃণমূল অনেকটাই এগিয়ে। বিজেপি ২ এবং রাজ্যের বিরোধী জোট ৩ নম্বরে থাকবেন বলে বিশ্বাস তাঁর। বিগত কয়েকটি ভোটে ফ্লেক্স অর্ডারের বিচারে যা হয়েছে রাজ্যের ভোট সমীকরনও তাই হয়েছে। আর এবারে রাজ্যের রাজনৈতিক সমীকরনও কিন্তু অনেকটা তারই আভাস দিচ্ছে! তবে সত্যিই তাই হয় কিনা তার জন্য কিন্তু আমাদের আগামী ২৩ শে মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

ছবি ও তথ্য – সুমন করাতি

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago