সংবিধান বাঁচাতে ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্র-রাজ্য নজিরবিহীন সংঘাত চরমে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক, কলকাতা:

পুলিশ কমিশনের বাড়িতে সিবিআই-এর একটি বিশেষ প্রতিনিধি দল। দলটিতে ছিলেন ৫০ জন সিবিআই আধিকারিক। তাঁদের মধ্যে একজন মহিলা আধিকারিকও ছিলেন। সিবিআই আসতে পারে এই খবর আগে থেকেই জানায় তাঁর বাড়ির সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানায়, আগে থেকে অনুমতি না নিয়ে এইভাবে নগরপালের বাংলোয় ঢোকা বা তাঁকে জিজ্ঞাসাবাদ সম্ভব নয়। তাই সেক্সপিয়ার সরণী থানায় সিবিআই যায় অনুমতির জন্য। এই প্রেক্ষিতে সিবিআই আধিকারিক ও পুলিশের ধ্বস্তাধস্তি হয়। সব সিবিআই আধিকারিককে আটক করে পুলিশ। তাদের সকলকে শেক্সপীয়র সরণী থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই পুলিশ কমিশনারের বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কমিশনারের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে শুরুতেই তিনি বিজেপি সরকারকে তোপ দাগেন। তিনি বলেন, বাংলায় অভ্যুত্থানের চেষ্টা করছে মোদী সরকার। ১৯-এর ব্রিগেডের পর নরেন্দ্র মোদী সিবিআইকে নির্দেশ দিয়েছেন বাংলায় কিছু করার জন্য, তাই করছে সিবিআই। বিজেপি যা করছে গায়ের জোরে করছে বলে তোপ দাগেন তিনি। আরও বলেন, মোদী এবং অজিত ডোভালকে সিবিআইকে কাজে লাগিয়েই সংবিধান নষ্টের চেষ্টা করছে। এর প্রতিবাদে সংবিধান বাঁচাতে মেট্রো চ্যানেলে ধর্নার বসার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, কোনও ওয়ারেন্ট ছাড়াই পুলিশ কমিশনারের বাড়িতে চলে আসছে সিবিআই, এটা কনস্টিটিউশনাল ব্রেক ডাউন ছাড়া কিছু নয়। এটা সংবিধানের উপর আঘাত। পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও ভয়াবহ। তিনি আরও বলেন, সুদীপ-তাপসকে জেলে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপির কারওর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বাবুল সুপ্রিয়, লকেটের নাম করে সরাসরি তোপ দাগেন তিনি। তাঁর বক্তব্য, আইন-শৃঙ্খলা সংক্রান্ত সব তথ্য কেন তুলে দিতে হবে, তিনিও একটা প্রশাসন চালান। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্না। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনের সামনে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে রয়েছেন মেয়র ফিরহাদ ববি হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূল কর্মী সমর্থকরা। খবর, সমস্ত প্রশাসনিক কাজ মুখ্যমন্ত্রী এখান থেকেই করবেন। অন্যদিকে, সিজিও কমপেক্সে হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago