জামিতুল ইসলাম :
লোকসভা নির্বাচনের কয়েক মাস সময় বাকি থাকতেই দেশজুড়ে সমীক্ষা চালানো শুরু করে দিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি। ১৯ রাজ্যের ৯৭টি লোকসভা কেন্দ্রের ১৩,১৭৯ জনের উপর সমীক্ষা চালিয়ে ইন্ডিয়া টুডে-কার্ভির ‘মুড অফ দ্য নেশন’ যে তথ্য তুলে এনেছে, তা আগামী সময়ে ভারতীয় ভোট রাজনীতির ক্ষেত্রে মিলে গেলেও যেতে পারে বলে আশঙ্কা করছেন সিংহভাগ রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই অবস্থায় ভোট হলে ত্রিশঙ্কু লোকসভার সম্ভাবনাই প্রবল। অর্থাৎ, বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা কম।
ইন্ডিয়া টুডে ছাড়াও আরেকটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে সংবাদ সংস্থা এবিপির তরফে। তাঁদের দাবি, এখনই ভোট হলে এনডিএ জোট ২৩৩টি আসন পেতে পারে। যার অর্থ সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩৯টি আসন কম পেয়ে কিছুটা দূরে তাদের দাঁড়িয়ে থাকতে হবে। যা গতবারের থেকে ৯৯টি আসন কম। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৬৭টি আসন পেতে পারে। যা আগের বারের তুলনায় অনেকটা বেশি হলেও সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইট ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষার ফলাফলও একই কথা বলছে। সেখানে দেখা যাচ্ছে, এই মুহূর্তে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে ২৩৭টি আসন পেতে পারে এনডিএ। বিপরীতে ইউপিএ পেতে পারে ১৬৭টি আসন। বাকি আঞ্চলিক দলগুলি অর্থাৎ তৃণমূল, সপা, বসপা, অরবিন্দ কেজরীওয়ালের আপ সহ বাকি বিরোধী দলগুলি পেতে পারে ১৪০ টি আসন।
কিন্তু এই সব কিছুর মধ্যে চমকপ্রদ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আঞ্চলিক দলগুলির। বিশ্লেষকদের অনুমান, আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে হাত মিলিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউপিএ-র। পিডিপি, তৃণমূল, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি যদি ইউপিএ-র সঙ্গে হাত মেলায়, ইউপিএ-র সম্ভাব্য আসন সংখ্যা পৌঁছবে ম্যাজিক ফিগার, ২৭২-এ। কিন্তু যদি কেবল এআইএডিএমকে এবং ওয়াইএসআর কংগ্রেস যদি এনডিএ-র দিকে যায়, তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৭১-এ। যা ম্যাজিক ফিগারের থেকে কম। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কম আসন পেলেও ইউপিএ-র সরকার গড়ার সম্ভাবনা বেশি। কারণ, এবারের পরিণতি দেখার পর বিজেপি তথা এনডিএ-র সঙ্গে সহজে কোনও দল জোটে যেতে চাইবে না। অন্যদিকে ভেদাভেদ যতই থাকুক, সুবিধাজনক অবস্থা পেলে মায়া, মমতা বা অখিলেশ; কেউই ফের ইউপিএ-র শরিক হতে পিছপা হবেন না। ফলে যদি ফলাফল ত্রিশঙ্কু হয়, তবে মায়া-মমতা ও অখিলেশই হবেন কিং মেকার।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…