Categories: Breaking NewsFlash

ব্রিগেডের সমাবেশে বিজেপি বিরোধী রথী-মহারথীরা

জামিতুল ইসলাম, কোলকাতা:

লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে কারা থাকবেন? তার উত্তর মিলবে ব্রিগেড থেকেই। আর লোকসভা নির্বাচনের সুরটি ১৯ জানুয়ারি ব্রিগেডের মঞ্চ থেকেই বেঁধে দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য থেকে বেশ কয়েকটি দলের নেতারা সেদিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকবেন। মঞ্চে বিজেপি বিরোধী দলগুলিকে থাকার জন্য অনুরোধ জানিয়ে ছিলেন তৃণমূলনেত্রী। সেই মতো দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মন্ত্রটি সেদিন ব্রিগেডের মঞ্চ থেকেই দেবেন তৃণমূলনেত্রী। কিন্তু কে কে থাকছেন সেই তালিকায়? এখনও পর্যন্ত যাঁদের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, জনতা দল এসের প্রধান এইচ ডি দেবগৌড়া, ডিএমকে-র সভাপতি এম কে স্তালিন, সপা প্রধান অখিলেশ যাদব, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, আরজেডি নেতা তেজস্বী যাদব। সঙ্গে থাকছেন অরুণ শৌরি, যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহার মতো বেশ কয়েকজন বিক্ষুব্ধ বিজেপি নেতা। ভিভিআইপিরা থাকবেন সভা। তাই বাড়তি সতর্ক প্রশাসন। সমাবেশ নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ, রাজ্যের মন্ত্রী থেকে কলকাতার পুলিস কমিশনার। অতিথিদের কেউ বর্তমানে মুখ্যমন্ত্রী, কেউ প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রোটোকল, আপ্যায়ন নিয়েও আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোন নেতারা ব্রিগেডে আসছেন।
ধর্মতলায় মঞ্চের কাজ চলছে জোরকদমে। এবার ৫ টি মঞ্চ থাকছে। মূল মঞ্চটি ১০০ ফুট লম্বা এবং ৪৫ ফুট চওড়া হবে। এর উচ্চতা থাকবে ১২ ফুট। মূল মঞ্চের ডান এবং বাঁ দুদিকেই দুটি করে মঞ্চ থাকবে। মূল মঞ্চে বিভিন্ন রাজ্য থেকে আসা বিশিষ্ট অতিথিরা থাকবেন। এছাড়া পাশের চারটি মঞ্চে তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক এবং সাংসদরাও থাকবেন। জেলা সভাপতিদের বসার জন্যও এবারের থাকছে বিশেষ ব্যবস্থা। থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। সম্পূর্ণ মঞ্চটি লোহার কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে। এত বড় কর্মযজ্ঞের তদারকি করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের প্রস্তুতি মঞ্চের সব খবর রাখছেন। মঙ্গলবার নবান্নের বৈঠকের পর ব্রিগেডের প্রস্তুতি দেখতে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা, সাংসদ ও মন্ত্রীরা।
এবারের ব্রিগেড থেকেই বিজেপি বিরোধী জোটের ডাক দেবেন তৃণমূলনেত্রী। এই জোটে কারা থাকবেন তাঁর আভাস মিলবে ব্রিগেড থেকেই। তাই ব্রিগেডের দিকে তাকিয়ে রাজ্য তথা দেশ, মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago