স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের সরডিহা এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মানিকপাড়া বিট হাউসের পুলিশ।পরে সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌছায় নদীতে তল্লাশি চালিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করার চেষ্টা করলে ব্যর্থ হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে লালবাগ এলাকার ৬ বন্ধু মিলে কংসাবতী নদীর গড়মোহান সংলগ্ন আমালাতোড়া ঘাটে স্নান করতে যায়। সেই সময় যখন সকলে স্নান করতে ব্যস্ত তখন হঠাৎ করে ওই ছয় বন্ধুর মধ্যে বছর ১৬ র শেখ ফিরোজ আলী নামে এক যুবক নদীর একটি গভীর গর্তে পড়ে গিয়ে জলের স্রোতে তলিয়ে যায়।বাকি বন্ধুরা তাকে ডুবে যেতে দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজনকে ডেকে আনে এবং চিৎকার করতে শুরু করে। পরে ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসে এবং খোঁজার চেষ্টা করে। পরে খুঁজে না পেয়ে মানিকপাড়া বিট হাউসে খবর দেওয়া হলে বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এবং বিকেল নাগাদ একটি স্পিড বোট নামিয়েও তল্লাশি চালানো হয়। তল্লাশি চালাতে গিয়ে সন্ধ্যা নেমে যাওয়ায় তল্লাশি চালানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।পরের দিন্ রবিবার আবার সকাল থেকে দুটি স্পিড বোট ও এক ডুবুরির সাহায্যে তল্লাশি চালানো হয় কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পার হলেও নিখোঁজ হয়ে যাওয়া যুবকের সন্ধান মেলেনি। সমির খাঁ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন ” আমি নদীর মাছ ধরছিলাম তখন ওই স্বজন ছেলে নদীতে স্নান করতে আসে, তারপর আমি মাছ ধরে উঠে যাচ্ছিলাম তখন আমার মেয়ে হঠাৎ চিৎকার করে বলে ফিরোজ দাদা ডুবে যাচ্ছে আমি তখন ছুটে আসি, আরো অন্যান্য স্থানীয় লোকজনদের ডেকে আনি আমরা সবাই মিলে খোঁজার চেষ্টা করি কিন্তু আমরা খুঁজে পাই না “।

Recent Posts

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago

নাবালিকা অপহরণের ঘটনায় ঝাড়গ্রাম শহর থেকে গ্রেফতার ১ যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ছিল ঝাড়গ্রাম আদালত

জেএনএফ, ঝাড়গ্রাম: ১৬ বছরের নাবালিকাকে অপহরণের ঘটনায় শনিবার সকালে ১ যুবককে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। শনিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে…

5 months ago