শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজের উপর ভরসা রেখেই তীব্র দাবদাহে প্রচারে তৃণমূলের কালিপদ

বুদ্ধদেব বেরা ,জেএনএফ,ঝাড়গ্রাম: আর পাঁচটা লোকসভা কেন্দ্রের মতো ঝাড়গ্রামে ভোটের উত্তাপ নেই । কিন্তু গরমের দাপটে হাঁসফাঁস করছে ঝাড়গ্রাম। দিনের বেলায় ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে । আর এই গরমকে উপেক্ষা করেই তরমুজের উপর ভরসা রেখেই জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল । প্রচারের কৌশলও বদলে ফেলেছে তৃণমূল কংগ্রেস । সকাল এবং বিকালে প্রচার করছে তারা । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন শনিবার সকালে ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেট, সবজি মার্কেট, মাছ মার্কেট ও কোর্ট রোড চত্বরে ভোট প্রচার করেন । সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি নবু গোয়ালা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো, বিশ্বরঞ্জন মুখার্জি, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সোমানি, ৬ নম্বরের কাউন্সিলর বিপ্লব সিট, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা । এদিন তৃণমূলের প্রার্থী কালীপদ বাবু সবজি মার্কেটে গিয়ে সবজির দর, মাছ মার্কেটে মাছের দর, ফল মার্কেটে ফলের দাম জিজ্ঞেস করেন । কোন সমস্যা রয়েছে কিনা সেই প্রসঙ্গে জানতে চান তিনি । ঝাড়গ্রাম জুবলি মার্কেটের ব্যবসায়ীরা প্রার্থী ও মন্ত্রীর কাছে মার্কেটে ঢোকার জন্য ভালো রাস্তা নির্মাণের জন্য দাবি জানান। ভোটের পর রাস্তার দাবী পূরণ করার আশ্বাস দেন প্রার্থী । ভোট প্রচার এর মধ্যেই শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজকে হাতিয়ার করে নেন প্রার্থী ও উপস্থিত সকলেই । প্রথমে সুভাষ পার্কে ফলের দোকান থেকে তরমুজ নিয়ে সকলে ভাগাভাগি করে খায়। তারপর জুবলি মার্কেটের ভেতরে প্রচারের শেষে লোকাল বোর্ড চত্বরে সকলে মিলে জমিয়ে তরমুজ খাওয়া দাওয়া করে । মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন,”আমরা তো মাঠে-ঘাটে খেটে খাওয়া মানুষজন। এই এলাকায় গরমের জন্য আমাদেরকে বিশেষ কিছু করতে হয় না। কিন্তু কর্মীদেরকে বারে বারে বলা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং আমরা আজ প্রচারে বেরিয়ে প্রচুর তরমুজ খেলাম সকলে মিলে ।সাধারণ মানুষজন আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো। মানুষ এখানে আমাদের পাশে রয়েছে”। প্রার্থী কালিপদ সরেন বলেন,”গরমকে মেনে নিও আমাদের প্রচার চালিয়ে যেতে হবে। আজ সকালে ঝাড়গ্রাম বাজারে প্রচার করলাম মানুষের সঙ্গে কথা বললাম বাজার দর সম্পর্কে জানলাম আর সবচেয়ে বড় কথা শরীরকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জল ও ওআরএস আমরা খাচ্ছি তার পাশাপাশি শরীরকে আরো সতেজ রাখার জন্য আমরা প্রচুর পরিমাণে তরমুজ খাচ্ছি । আজ আমরা সকলে মিলে প্রচারে বেরিয়ে তরমুজ খেলাম । কিছু করার নেই গরমের মধ্যে প্রচার তো চালিয়ে যেতে হবে” ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago