নিম্নচাপের বৃষ্টির জেরে ঝাড়গ্রামে মৃত্যু!

প্রতীকী ছবি

ঝাড়গ্রাম: নিম্নচাপের প্রবল বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা মৃত্যু হল এক বৃদ্ধের । ঘটনাটি জামবনী ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের হাতিয়াশুলি গ্রামের ঘটনা । মৃত বৃদ্ধের নাম শ্যামাপদ নায়েক (৬০) । দু-তিনদিন থেকে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে । শনিবার সন্ধ্যাবেলায় নিজের মাটির বাড়ির বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন শ্যামাপদ নায়ক নামের বৃদ্ধ । বাড়ির ভেতরে স্ত্রী, ছেলে, বৌমা ও নাতি-নাতনী গল্প গুজব করছিল । হঠাৎ করে বিকট শব্দ । পরিবারের লোকজন দেখে বাড়ির একটি দেওয়াল বারান্দার ভিতরে ভেঙে পড়েছে । তার নিচেই চাপা হয়ে পড়ে রয়েছে বৃদ্ধ ।

তাকে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয় বৃদ্ধের । বৃদ্ধের ছেলে হাবু নায়েক বলেন,” বাবা বারান্দায় বসে ভাত খাচ্ছিল তখন হঠাৎ করে বারান্দার একটি দেওয়াল ভেঙে পড়ে এবং তার নিচে বাবা চাপা হয়ে যায় । আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে কিছুক্ষণ পরেই বাবার মৃত্যু হয়” । তিনি আরো বলেন,”আমি দিনমজুরের কাজ করে সংসার চালায় । আমাদের মাটির বাড়িটি অনেক পুরনো। এই ক’দিন ধরে নিম্নচাপের বৃষ্টির জন্য মাটির দেওয়ালটি ধসে পড়ল । পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে থাকতে এখন ভয় করছে । প্রশাসন যদি একটু আবার পাশে দাঁড়াই তাহলে আমি রক্ষা পাব”।

বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন,” বিষয়টি অত্যন্ত দুঃখজনক । আমি খোঁজখবর নিয়ে দেখছি । পরিবারের পাশে আমরা রয়েছি। সরকারি নিয়ম-নীতি মেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”। রবিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

Tags: Jhargram

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago