ঝাড়গ্রামে নাবালিকা গণধর্ষনের ঘটনায় সম্পর্কিত দাদুর যাবজ্জ্বীবন সাজা দিল আদালত

ঝাড়গ্রাম: গনধর্ষন করে নাবালিকাকে অন্তঃসত্ত্বা করার করার ঘটনায় ৮১ বছরের বৃদ্ধ সহ চার অভিযুক্তকে এক বছরের মধ্যেই সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত । শনিবার ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অভিযুক্ত রাধা সিং (৬৫) কে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন। তার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় ছ’মাস জেল এবং অপর তিন অভিযুক্ত লেদারাম সিং (৮১), খোকন সিং(৩০) এবং সুরেশ বারিক(২৫) এদের ২০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা , অনাদায় তিন মাস জেলের নির্দেশ দেওয়া হয়েছে । গোপীবল্লভপুর থানা এলাকায় গতবছরের জুন মাসে পঞ্চম শ্রেণীর এক নবালিকা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ওই ছাত্রীর মা মেয়ের চার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে। মেয়ের এই অবস্থার জন্য কে দায় জানতে চাওয়া হলে নাবালিকা ছাত্রী গ্রামের দুই বৃদ্ধ, এক নাবালক সহ মোট পাঁচ জনের নাম বলে। তারপরই ওই নাবালিকা ছাত্রীর মা পাঁচ জনের বিরুদ্ধে গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানায় । পুলিশ কে জানিয়ে ছিল ওই নাবালিকা মেয়েকে চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে দিনের পর দিন গণধর্ষণ করে হয়েছে। যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা । অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকে গ্রেফতার করে । পরে আরো এক অভিযুক্ত কে গ্রেফতার করে গোপীবল্লভপুর থানার পুলিশ । অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় । ঘটনার দ্রুত তদন্ত সম্পূর্ণ করে পুলিশ চার্জশিট জমা দেয় আদালতে । ঘটনায় অভিযুক্ত নাবালক কে মেদিনীপুরের জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে হোমে রয়েছে। তার সাক্ষ্যগ্রহণ চলছে। ঘটনার সঙ্গে বাকি চার অভিযুক্তের বিচার প্রক্রিয়া চলতে থাকে ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত ও জেলা দায়রা আদালতে। নাবালিকার গর্ভে থাকা ভ্রুনটি কার তা জানার জন্য ডিএনএ পরীক্ষাও করা হয় । সরকারি আইনজীবী শুভাশীষ দ্রিবেদী বলেন , “কলকাতার এক চিকিৎসক সহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে অভিযুক্ত চারজনকে দোষী শুক্রবার সাব্যস্ত করেছে আদালত । রাধা সিং এর যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিনজনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । এছাড়াও আর্থিক জরিমানাও করা হয়েছে দোষীদের । এর পাশাপাশি রাজ্য সরকারকে ওই নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।সাজাপ্রাপ্তদেরকে যে জরিমানা করা হয়েছে তা আদালতে জমা পড়লে সেই জরিমানার টাকাও নাবালিকাকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত”।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago