ঝাড়গ্রাম: কুড়মিদের বাড়ি থেকে তুলে এনে হাই রোডে পেটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি । অবশেষে এই মন্তব্যের জন্য জেলার কুড়মি সম্প্রদায়ের দলের নেতাদের পাশে নিয়ে কুড়মিদের কাছে দুঃখ প্রকাশ করলেন জেলা সভাপতি । বুধবার ঝাড়গ্রামের মানিকপাড়ার তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুড়মি সম্প্রদায়ের মানুষজনের কাছে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন । এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চুড়ামনি মাহাতো , কুড়মি ডেভলপমেন্ট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রথীন মাহাতো, ঝাড়গ্রাম জেলা আইএনসিডিউসির জেলা সভাপতি মহাশীষ মাহাতো , ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নরেন মাহাতো সহ একাধিক নেতৃত্ব ।চলতি মাসের গত ২৬ তারিখ নবজোয়ার কর্মসূচির দিন ঝাড়গ্রাম গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় যথেষ্ট উত্তেজিত হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুলাল বলেছিলেন, “কুড়মি আন্দোলনের নাম করে যারা নেতা সেজেছে । এটা পরিকল্পিতভাবে আমাদের নেতা, মন্ত্রী আমাদের দলীয় কর্মীদেরকে খুন করার চেষ্টা করেছে ওরা । মার্ডার করার চেষ্টা করেছে শালবনিতে । যারা এই খুন এবং মার্ডার করার সঙ্গে যুক্ত আছে । আমরা প্রশাসনকে জানাবো তাদের এরেস্ট করা হোক । আর যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে । আমরাও জঙ্গলমহলের ছেলে আমরাও মরদ আছি । তাদেরকে (কুড়মি) বাড়ি থেকে তুলে এই হাইরোডে পেটাবো । আমরা আইনত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ করবো । আমাদেরকে খুন করার চেষ্টা করেছে । মার্ডার করার চেষ্টা করেছে এই রাজেশ মাহাতোরা । জঙ্গলমহলটা তার কি বাপের একার সম্পত্তি তার যা ইচ্ছা তাই করবে । আমরা কি জঙ্গলমহলের মানুষ নয় ।তাদের দাবি-দাওয়া থাকতে পারে তারা আন্দোলন করতে পারে । আমরা এতদিন চুপ করে ছিলাম এখন সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে । তাদের কি রকম মরদ হয়েছে আমরাও দেখব” । ২৬ তারিখ এই মন্তব্য করেছিলেন দুলাল মুর্মু । এদিন দুলাল মূর্মু বলেন,”সেই দিনের ঘটনা যারা ঘটেছে তাদেরকে বোঝাতে গিয়ে আমার বক্তব্যের মাধ্যমে কুড়মি সমাজের মানুষদের আঘাত দেওয়া হয়েছে । আমার ভাই বোনদের আঘাত দেওয়া হয়েছে । তাদের এই আঘাত পাবার জন্য তাদের প্রতি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি । কুড়মি সমাজকে নয় এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বলতে গিয়ে রাগের মাথায় হয়তো একটু বেশি বলা হয়ে গিয়েছে। কুড়মি সমাজের যে সমস্ত মা বোন রয়েছে, ভাইবোনেরা রয়েছে, গুণীজনেরা রয়েছে তাদের সকলের কাছে আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি” ।
সারা ভারত কুড়মি সমন্বয় সমিতির কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত বলেন,”এটা অনেক আগেই করা দরকার ছিলো, পারিপার্শ্বিক চাপে উনি এটা করলেন। তবুও শুভ বুদ্ধির উদয় হোক”।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…