ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় CBI তদন্তের দাবী তুলেন কুড়মিদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি

ঝাড়গ্রাম: গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কনভয়ের উপর হামলা, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবী জানালো কুড়মি সামাজিক সংগঠনের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি । গড় শালবনির ঘটনার সঙ্গে কুড়মিরা যুক্ত রয়েছে না এর পেছনে অন্য কোন রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে তা কুড়মিদেরকে জানানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সময়ের ১৮ ঘণ্টার মধ্যেই ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথির শালায় সাংবাদিক সম্মেলন করেন ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ এর রাজ্য সভাপতি রাজেশ মাহাতো , আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো , পুরুলিয়া থেকে উপস্থিত ছিলেন কুড়মি সামাজিক সংগঠনের নেতা সুদীপ রায় মাহাতো , ঝাড়গ্রামের কুড়মি সামাজিক সংগঠনের নেতা কৌশিক মাহাতো এবং বীরেন মাহাতো এছাড়াও পশ্চিম মেদিনীপুর থেকে ছিলেন তুষার মাহাতো , বিপ্লব মাহাতো । সাংবাদিক সম্মেলন থেকে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা সুদীপ রায় মাহাতো বলেন,”ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচিতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । গড় শালবনীর কাছে শান্তিপূর্ণ ঘাঘর ঘেরা কর্মসূচি চলছিল । অভিষেক বন্দ্যোপাধ্যায় গড় শালবনীর কাছে কুড়মিদের সঙ্গে দেখা না করেই তার কনভয় পেরিয়ে যাওয়ার পরেই একটি ঘটনা ঘটে । মন্ত্রীর গাড়িতে ইট পাটকেল পড়ে আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে । প্রথমেই আমরা এই ঘটনাটির নিন্দা জানাই । আমরা ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দ্বিতীয়তঃ এই ঘটনার সঙ্গে কোথাও আমাদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটিকে জুড়ে দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলছি এই ঘটনার সঙ্গে আমাদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির কোন লোক জড়িত নেই । আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক । চাইবো বিচার বিভাগীয় তদন্ত অথবা সিবিআই তদন্ত হোক । এই ঘটনাটা যারা ঘটিয়েছে সেই সত্য সামনে আসুক এই ঘটনার ভিডিও প্রকাশ করা হোক । এই ঘটনায় যারা দোষী ব্যক্তি আছে তাদের আইন অনুযায়ী শাস্তি হোক” । রাজেশ মাহাতো বলেন, “কোন হিংসায় সমর্থনযোগ্য নয়, আমরা কোন হিংসাকে সমর্থন করছি না । যারা দোষী তারা শাস্তি পাক । নিরপেক্ষ তদন্ত হোক । আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে যে বা যারাই বিপথগামী, কালিমালিপ্ত করার চক্রান্ত চালাচ্ছে তাদের আমরা তীব্র ধিক্কার জানাই । আমাদের এই যে কর্মসূচি আমরা এতদিন ধরে শান্তিপূর্ণভাবে চালিয়ে এসেছি । প্রতিটি আন্দোলন শান্তিপূর্ণ হয়েছে । কুড়মি জাতির উপর আমার আস্তা ভরসা আছে কুড়মি জাতি শান্তি প্রিয় জনজাতি । এই ঘটনার সঙ্গে কোনোভাবেই ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি যুক্ত নেই । এর পূর্ণাঙ্গ তদন্ত হোক”।

প্রসঙ্গত , শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরে রোড শো শেষে করে ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে শালবনী এলাকার গড় শালবনীতে অভিষেকের কনভয় পৌঁছেতেই বিক্ষোভ দেখাতে শুরু করে কুড়মিরা । অভিযোগ , অভিষেকের গাড়ি পার হওয়ার পরেই তার কনভয়ের সাথে থাকা গাড়িতে লক্ষ্য করে ইট , পাথর ছুঁড়তে থাকে কুড়মিরা তার সাথে সাথে চোর চোর স্লোগান তোলা হয়। ঘটনায় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ভেঙে যায় আহত হয় মন্ত্রী ও তার গাড়ির চালক । ভেঙে ফেলা হয় সংবাদমাধ্যমের বেশ কয়েকটি গাড়ির কাঁচ । বাইকে থাকা তৃণমূলের বাইক আরোহীদের বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ । ঘটনায় পুলিশ ১৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করে। ৪ জন জনকে গ্রেফতার করে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago