রানাঘাট : এগরা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত ভানু তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল। এনআইএ দাবি করে মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সবটাতেই তৃণমূলের রাজনৈতিক উস্কানি রয়েছে। এবার এগরা কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায় কে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন রানাঘাটে একটি বেসরকারি লজে বিজেপির যুব সম্মেলন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কর্মীসভায় বক্তব্য রাখার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল রাজনৈতিক চক্রান্ত করছে। এগরা বিস্ফোরণ কান্ড এবং উর্মি আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে নাটক করছে মুখ্যমন্ত্রী। তিনি বলেন এগরা কাণ্ডে যে মূল অভিযুক্ত তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল। ভানু গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ভানু তো এদিক-ওদিক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। তাহলে কি পুলিশ ওকে লুকিয়ে রেখেছিল। পাশাপাশি তিনি বলেন এফআইআর কপিতে কারো নাম দেওয়া নেই এগরা কাণ্ডে। অথচ মুখ্যমন্ত্রী বলেছেন দুই মাস আগে তাকে গ্রেফতার করেছিলাম। তাহলে তিনি কাকে বাঁচানোর চেষ্টা করছে। এনআইয়ের নাম করে মানুষকে বোকা বানাচ্ছেন আসলে তিনি কোন তদন্তই করতে দেবেন না। অন্যদিকে সরকারি কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি কর্মচারীদের প্রতি আমার সহানুভূতি রয়েছে। মুখ্যমন্ত্রী শুধু নিজের ভাইপোর কথা ভাবছেন। অথচ সারা বাংলায় হাজার হাজার ভাইপো হয়েছে তা তার নজরে পড়ছে না।
পাশাপাশি বিজেপি কর্মী খুনের ঘটনায় তিনি বলেন, দুজন গ্রেফতার হয়েছে বটে কিন্তু আমরা চাই মূল যে অভিযুক্ত তাকে গ্রেফতার করা হোক। তিনি বলেন এই খুনের পেছনে মূল অভিযুক্ত তৃণমূলের বিধায়ক পরেশ পাল তিনি এ ষড়যন্ত্র করে খুন করিয়েছেন।
প্রশাসনকে আক্রমণ করে তিনি বলেন তৃণমূলের শুধু এখন পুলিশ রয়েছে। পুলিশকে সরিয়ে দিক তৃণমূলের কোনো পার্টি অফিস আর খুলবে না।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…