ঝাড়গ্রামে ফাইনাল পরীক্ষার দিনে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পরীক্ষার্থী

ঝাড়গ্রাম : বাড়ি থেকে ফাইনাল পরীক্ষা দিতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না পরীক্ষার্থী। বৈদ্যুতিক খুঁটিতে উঠে বাড়ির লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পরীক্ষার্থী । মৃত পরীক্ষার্থীর নাম সুজন সরেন (১৯) । ঘটনাটি মঙ্গলবার সকলের ঘটনা। বাড়ি ঝাড়গ্রাম থানার চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের আউশপাল গ্রামে । জানা গিয়েছে, সুজন সরেন চন্দ্রী চন্দ্রশেখর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর একতাল হাই স্কুলে ইলেকট্রিক হাউস ওয়ারিং এন্ড মোটর বাইন্ডিং এর ছ’মাসের একটি ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছিল । আজ সেই কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল । পরীক্ষা দেওয়ার জন্য সময় মত বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুজন । পরীক্ষা দিতে যাওয়ার সময় গ্রামের এক ব্যক্তি তাকে জানায় কালবৈশাখী ঝড়ের কারণে তাদের বাড়িতে কারেন্ট নেই । সুজন মাঝে মধ্যেই ওয়ারিং এর কাজ করত । তারপরেই সুজন বৈদ্যুতিক পিলারে উঠে যায় লাইন ঠিক করার জন্য । সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সুজনের । বৈদ্যুতিক খুঁটির উপরেই ঝুলে থাকে সুজনের নিথর দেহ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুজনের মৃত্যুর খবর চাউর হতেই চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুজনের সমাজের মানুষজনেরা । দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করে আদিবাসী সামাজিক সংগঠনের মানুষজনেরা । ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার এবং ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য । বিদ্যুৎ দপ্তরের ঝাড়গ্রামের ডিভিশনাল ম্যানেজার মৌমিত মাঝি বলেন,”বিদ্যুৎ দপ্তরের খুঁটি কিংবা বিদ্যুৎ দপ্তরের অন্য কোন প্রপার্টিতে বিদ্যুৎ দপ্তরের অথরাইজ পার্সন ছাড়া কেউ উঠে কাজ করতে পারেনা । ওই এলাকায় বিদ্যুতের কোন সমস্যা রয়েছে তাও আমাদের দপ্তরকে কোনোভাবে জানানো হয়নি। আমাদের জানানো হলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতাম । ঘটনার পর থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে ওই এলাকায়”।
একতাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোভন সিট বলেন,”ইলেকট্রিক হাউস ওয়ারিং এন্ড মোটর বাইন্ডিং এর ছ’মাসের ভোকেশনাল কোর্সের আজ ফাইনাল পরীক্ষা ছিল। সকাল ১১ টার সময় পরীক্ষা শুরু হয় । সুজন সরেন পরীক্ষায় আসতে পারেনি । পরে জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত । সুজন খুব ভালো ছাত্র ছিল” ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago