বিরল অস্ত্রোপচার করে সারা রাজ্যে অনন্য নজির গড়লো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল

নদিয়া:- বিশ্বে ১৮ তম, রাজ্যের সরকারি হাসপাতালে দ্বিতীয়বার বিরল অস্ত্রপচারের মাধ্যমে যমজ পুত্র সন্তান প্রসব শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জন্ম থেকেই জরায়ু দু’ভাগ, কিন্তু তার মুখ একটাই। সেই দু’ভাগ জরায়ুতে রয়েছে দুটি বাচ্চা, যা চিকিৎসা শাস্ত্রে খুবই কম দেখা যায়। মায়ের সেই টুইন বেবিকে সাফল্যের সঙ্গে অপারেশন করে প্রসব করানো হলো শান্তিপুর হাসপাতালে। এ পর্যন্ত সারা পৃথিবীতে এই ধরনের ১৭ টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে, ভারতের তিনটি, পশ্চিমবঙ্গে এটি দ্বিতীয় ঘটনা। বিরল এই অস্ত্রপচার করে শান্তিপুর হাসপাতালকে অনেকটাই এগিয়ে দিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর পবিত্র বেপারী। জানা গিয়েছে যার এই বিরল অস্ত্রোপচার হল সেই অর্পিতা মন্ডল এর বাড়ি নদীয়ার শান্তিপুরের নৃসিংহ পুর এলাকায়। তিনি কলকাতায় রাজারহাটের একটি হাসপাতালে ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু এত দূর বলে সেখানকার ডাক্তার তাকে কল্যাণী হাসপাতালে দেখতে বলেন, কিন্তু তারা শান্তিপুর হাসপাতালে এসে ডাক্তার পবিত্র বেপারীর সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসক বলেন ভরসা রাখতে পারলে চেষ্টা করবেন। সেই অনুযায়ী ডাক্তার বেপারীর তত্ত্ববাধনে থেকে সোমবার দুপুরে অস্ত্রোপচার করে ডাক্তার পবিত্র বেপারী, অর্পিতার দেহে অস্ত্রপচার করে দুই পুত্র সন্তান প্রসব করান। জানা গিয়েছে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করে তিনি এই অস্ত্রপাচার করেন। ডক্টর পবিত্র বেপারী জানিয়েছেন, দুটি বাচ্চা এবং মা সকলেই সুস্থ আছে। স্বভাবতই বিরল অস্ত্রোপচারের মাধ্যমে দুটি পুত্র সন্তান উপহার পেয়ে খুশি অর্পিতা এবং তার স্বামী জিতেন্দ্র মন্ডল। যদিও শান্তিপুর হাসপাতালের সামনে দাঁড়িয়ে ডাক্তারবাবুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুই জমজ সন্তানের পিতা যতীন্দ্র মন্ডল। তবে ডাক্তার পবিত্র বেপারী অবশ্য একা একা কৃতিত্ব নিতে রাজি নন, তিনি বলেছেন হাসপাতালে সুপার সহ অ্যানাস্থেসিস্ট পেডিয়াট্রিক বিভাগের চিকিৎসকেরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে কখনোই সম্ভব হতো না। এই সম্মান শুধু শান্তিপুর হাসপাতালের নয় গোটা নদীয়া জেলার তথা এ রাজ্যের চিকিৎসা ক্ষেত্রের। তবে তিনি জানান, বর্তমান পরিকাঠামোতে এই ধরনের জটিল অস্ত্রোপচার করা খুবই ঝুঁকিপূর্ণ, এই ধরনের ক্ষেত্রে ব্লাড ব্যাংক এবং অ্যানাস্থেসিস্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি পরিকাঠামোরও কিছু উন্নতি দরকার। তবে দলগত আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে এবং মানুষের সহযোগিতা থাকলে মফস্বলের হাসপাতালও যে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করাতে পারে আজকের অস্ত্রোপচারি তার উদাহরণ। হাসপাতালের সুপার ডঃ তারক বর্মন এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে করার জন্য ডাক্তার পবিত্র বেপারীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা করছি মানুষকে ভালো পরিষেবা দিয়ে হাসপাতালের সুনাম বৃদ্ধি করতে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago