ধেয়ে আসছে সাইক্লোন জাওয়াদ – আম্ফান, ইয়াস পরবর্তী বিপর্যস্ত, সুন্দরবনবাসী বিপদের আশঙ্কায় প্রমাদ গুনছে

: আবার সুপার সাইক্লোনের সতর্কতা জারী। ওড়িশা উপকূল থেকে অভিমুখ ঘুরে প্রবল বর্ষণের আশংকা রাজ্যে উত্তর ২৪পরগনা সহ সাতটি জেলায়।এজেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখাঁ, হাসনাবাদ সহ দশটি ব্লকের নতুন করে নতুন বিপর্যয়ের দিন গুনছেন সাধারণ মানুষ। আন্দামানে তৈরি হাওয়া জাওয়াদ ইতিমধ্যে বাংলার বিভিন্ন উপকূলবর্তী এলাকা গুলোতে ভারী অতি ভারী বৃষ্টি সেইসঙ্গে প্রবল ঝড় বইতে পারে সর্তকতা জারি হয়েছে উপকূলবর্তী এলাকা গুলোতে।

উওর ২৪ পরগনার বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে মূল পয়েন্ট করা হয়েছে। সেখানে ভিডিও কনফারেন্সে থাকবেন উত্তর 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখার্জি, বসিরহাট মহাকুমার মধ্যে 10 টি ব্লকের বিডিও ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা যোগাযোগ রাখবেন।

ইতি মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং প্রচার শুরু করে দেয়া হয়েছে, একদিকে নদীর পাড়ে মানুষকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে উঁচু জায়গা ত্রাণশিবির স্কুল বাড়িতে যাওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবেলা দলকে। সব মিলিয়ে নতুন করে সুন্দরবনের নদীর পাড়ে মানুষরা আতঙ্কের সিঁদুরে মেঘ দেখছে।

বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখার্জি বলেন ইতিমধ্যে এনডিআরএফ দলকে সন্দেশখালিতে পাঠানো হয়েছে ,পাশাপাশি উপকূলবর্তী এলাকা মানুষকে ত্রাণশিবির ও স্কুল বাড়িতে রাখা হচ্ছে। করণা বিধি মেনে,তার পাশাপাশি মাইকিং প্রচার চলছে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যাওয়ার আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের এই দপ্তর থেকে সব রকম প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে পাশাপাশি যেসব দুর্বল নদীবাঁধ রয়েছে সেগুলো সেচ দপ্তর পরিদর্শন করছেন। আগাম দুর্বল বাঁধের মেরামত কাজ চলছে। দিবারাত্র প্রশাসন নজর রেখেছে।কিন্তু প্রশ্ন জাগছে সুন্দরবন বাসীর, একের পরে এক সাইক্লোন আসড়ে পড়ছে সুন্দরবন এলাকায়। বারবার গ্রামের মানুষের দাবি জানিয়েছে নদীরপাড় গুলো কংক্রিট করে দেয়ার জন্য, এই নিয়ে সুন্দরবন মানুষ অনেক আন্দোলন অবরোধ-বিক্ষোভ দেখিয়েছে নিজের ও পরিবারের জীবন রক্ষা করতে। কিন্তু একটার পর একটা সাইক্লোন আসছে আর যাচ্ছে কিন্তু নদী বাঁধের দিকে নজর নেই প্রশাসনের শুধু প্রতিশ্রুতি দিয়েই চলেছে একের পর এক সরকার, সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। নতুন করে আরও ক্ষয়ক্ষতি হলে তাঁরা কি করবেন ভেবেই দিশেহারা সুন্দরবনবাসী….

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago