মাথাভাঙায় পাওয়ার গ্রিডের জন্য জমি দিয়েও মুল্য না পাওয়ায় অনশনে বসলেন জমিদাতা কৃষকেরা

পাওয়ার গ্রিডের চালু হলেও এখনও পর্যন্ত জমিদাতা কৃষকরা পায় নি তাদের প্রাপ্য টাকা। আর সেই টাকা না পাওয়ায় বাধ্য হয়ে অনশনে বসল জমিদাতা কৃষকেরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের বালাসি গ্রামে অবস্থিত জলঢাকা নদী তীরবর্তী এলাকায় পাওয়ার গ্রিডের সামনে। এদিন ওই কৃষকরা অনশনে বসার সময় তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে অনশনে বসলেন বলে জানা গিয়েছে।

অনশনে বসা দুই কৃষকদের দাবি, দীর্ঘ কয়েক বছর আগে মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের বালাসি গ্রামে অবস্থিত জলঢাকা নদী তীরবর্তী এলাকায় পাওয়ার গ্রিডের বসানোর কথা বলে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নিয়েছেন সরকার। জমি নেওয়ার সময় বলা হয়েছে যারা জমি দেবে তাদের জমির ন্যায্য মুল্য দেওয়া হবে। কিন্তু জমি নিয়ে সরকার পাওয়ার গ্রিডের তৈরি করেন। আর সেটা চালুও হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ কৃষক তাদের জমির মুল্য পায় নি। সেই টাকার জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করেও কোনো টাকা পাননি। স্থানীয় প্রশাসনের কাছে বহুবার আবেদন করেও কোনো ফল তারা পান নি। অভিযোগ, পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ তাদের জমি নিলে আজ পর্যন্ত টাকা দেয়নি। তারা তৃণমূল সমর্থক তাই এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে পাওয়ার গ্রিডের সামনেই এলাকার জমিদাতা কৃষকরা অনশনে বসেছেন।
তারা আরও বলেন, যতদিন তারা তাদের টাকা পাবেন না ততদিন অনশন চালিয়ে যাবেন। এদিন পাওয়ার গ্রিড এর সামনে তাবু খাটিয়ে অনশনে বসলেন। যদি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহন না করে তাহলে তারা আগামীতে পাওয়ার গ্রিডে তালা ঝুঁলিয়ে দেবেন বলেও জানিয়েছেন। যদিও এই বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসক কোনো মন্তব্য করতে চান নি।
এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলে জানান, দলের অনুমতি না নিয়ে পতাকা ব্যবহার করা ঠিক হয়নি। জমিদাতাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত। জমি দাতা কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান সেই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago