তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে প্রাণনাশের হুমকি ফোন,গালাগাল মুখ্যমন্ত্রীকেও

সদ্য সমাপ্ত দিনহাটা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহকে মোবাইলে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ কোলকাতা থেকে ফেরার পথে নিউ কোচবিহার স্টেশনে নেমে উদয়ন বাবু তাঁকে দেওয়া ওই হুমকি ফোনের বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে জানান। তিনি জানান, গতকাল রাতে তাঁর প্রাইভেট নম্বরে ওই হুমকি ফোন আসে। হিন্দি ও ইংরেজী ভাষায় তাঁকে হুমকি দেওয়া হয়। তাঁর ধারনা অবাঙ্গালী কেউ ওই হুমকি ফোন দিয়েছেন। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে তাঁর বিএসএফের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের উল্লেখ করে গালাগাল সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও গালাগাল দেওয়া হয়েছে বলে উদয়ন বাবু সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন।

উদয়ন বাবু বলেন, “গতকাল রাতেই হুমকি ফোন পেয়েছি। সাইবার ক্রাইমে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানাবো।” অন্যদিকে ওই হুমকি ফোনের বিষয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, “উদয়ন বাবু বরাবর প্রচারে থাকতে ভালোবাসেন। উনি যদি হুমকি ফোন পেয়ে থাকেন, তাহলে পুলিশের যে সাইবার ক্রাইম দফতর রয়েছে। সেখানে অভিযোগ জানানোর জন্য পরামর্শ দেব। তা না করে আসলে সংবাদ মাধ্যমকে জানিয়ে উনি ভোটের আগে যেমন সন্ত্রাস করে জয়ী হয়েছেন, ঠিক তেমন ভাবেই এখন মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। উনি মুখ্যমন্ত্রীর প্রিয় বিধায়ক সাইবার ক্রাইমে অভিযোগ জানালে নিশ্চয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। যদিও এরাজ্যের পুলিশ প্রশাসন এখন আইনের শাসনের বদলে শাসকের শাসনে চলছে। তাই তাঁদের ভরসা করা বৃথা।”
কেন্দ্রীয় সরকারের সম্প্রতি বিএসএফের দায়িত্বে থাকা এলাকা সীমান্তের ৮ কিলোমিটারের থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করে দেওয়ার বিষয় নিয়ে রাজ্য বিধানসভায় একটি আলোচনায় অংশ বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের উপড়ে বিএসেফের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ নিয়ে আলোচনা করেন। ওই সীমান্ত রক্ষী বাহিনীর ক্ষমতা বাড়িয়ে দ্বৈত শাসন আনার চেষ্টা হচ্ছে বলেও কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন। প্রসঙ্গ ক্রমে উদয়ন বাবু বিধানসভায় বলেন, “সীমান্তবর্তী এলাকায় যারা থাকেন, তাঁদের জিজ্ঞাসা করুন, বিএসএফ কী সেটা বুঝে যাবেন। সন্তানদের সামনে BSF তল্লাশি করার নামে তাঁর মায়ের গোপনাঙ্গে পর্যন্ত হাত দিয়ে দেয়।’
বিধানসভায় উদয়ন গুহের ওই বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বিধানসভায় বিএসএফের বিরুদ্ধে এমন বক্তব্যকে প্রত্যহার করার জন্য দাবি তোলেন। এরপরেই বিএসেফের বিরুদ্ধে এমন বক্তব্য রাখার প্রসঙ্গ নিয়ে উদয়ন বাবুর মোবাইলে হুমকি ফোন আসার ঘটনা যে রাজ্য রাজনীতিতে আবার চাঞ্চল্যের সৃষ্টি করবে, তা বলাই বাহুল্য ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago