কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর মাথাভাঙা মহাকুমার কমিটির পক্ষ থেকে আজ মাথাভাঙা মহাকুমার শাসকের নিকট কয়েক দফা দাবি নিয়ে স্মারক লিপি প্রদান করল। এই স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড কোচবিহার জেলা কমিটির প্রেসিডেন্ট কংস রাজ বর্মন। সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা শীতলখুচি ব্লকের সভাপতি।
এদিন মাথাভাঙ্গা ভিটমেট থেকে একটি মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে এইচডি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। তারপর দলের পক্ষ থেকে পাঁচ জনের একটি প্রতিনিধিদল মাথাভাঙা মহাকুমার শাসকের দপ্তরে ঢুকে স্মারকলিপি প্রদান করেন। এদিন স্মারকলিপি প্রদান শেষ হয়ে যাওয়ার পর বিশাল একটি মিছিল মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে। এই মিছিল ঘিরে পুলিশ নিরাপত্তা ছিল আঁটসাঁট। কোন রকম অপ্রীতিকর ঘটনা এরাতে সকাল থেকে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরে মতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী।
এদিন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড কোচবিহার জেলা কমিটির সভাপতি কংস রাজ বর্মন দাবি করে বলেন, আমাদের দাবি অবিলম্বে সুটুঙ্গা নদীর ওপর ভাঙ্গা সেতু নতুন করে তৈরি করতে হবে, অবিলম্বে মাথাভাঙ্গায় আধার কার্ডের সমস্যা সমাধান করতে হবে, অতি দ্রুত আধার সেন্টার চালু করতে হবে। বর্তমান সময়ে সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় খুলেছে আমাদের দাবি অবিলম্বে প্রথম শ্রেণী থেকে বিদ্যালয়গুলো খোলার ব্যবস্থা করা হোক। সংগঠনের আরও দাবি অবিলম্বে আলাদা কামতাপুর রাজ্য তৈরি করতে হবে এবং কামতাপুরী ভাষা স্বীকৃতি প্রদান করতে হবে।
এ বিষয়ে মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, ‘কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড মাথাভাঙা মহাকুমার কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে আমার কাছে ডেপুটেশন প্রদান করেছে, আমি তাদের দাবিগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব, তাছাড়া সমস্যা সমাধানে যাবতীয় চেষ্টা করব।
মহকুমা শাসকের আশ্বাস পেয়ে কংস রাজ বাবুরা অবশেষে মাথাভাঙা শহরে মিছিল শেষ করে তাদের কর্মসূচি শেষ করেন। এই কর্মসূচিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মহকুমাশাসকের দপ্তরের সামনে এবং মাথাভাঙ্গা বিভিন্ন স্থানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…