প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দাবিতে কোচবিহারে আন্দোলন চাকুরী প্রার্থীদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- প্রারথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ সহ নিয়োগ দেওয়ার দাবিতে কোচবিহারে পথে নেমে আন্দোলন করলেন চাকুরী প্রার্থীরা। আজ জেনকিন্স স্কুল মোড়ে জমায়েত হয়ে ওই চাকুরী প্রার্থীরা মিছিল করে প্রাথমিক স্কুল পরিদর্শকের দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান।
আন্দোলনকারীদের দাবি, ২০১৭ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য রাজ্য স্কুল শিক্ষা দফতর নোটিফিকেশন জারি করে অনলাইনে আবেদনপত্র জমা নেয়। প্রায় আড়াই লক্ষ প্রশিক্ষিত ডিএলএফ পাশ চাকুরী প্রার্থী সেখানে আবেদন করেন। চলতি বছরের ৩১ জানুয়ারি সেই আবেদনের ভিত্তিতে সেই চাকুরীর পরীক্ষা হয়। এরপর ৯ মাস কেটে গেলেও সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় নি। পূজার আগে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুর্গা পূজার পর লক্ষ্মীপূজাও চলে গেল। এখনও ফল প্রকাশ করা হয় নি। তাই চাকুরী প্রার্থীরা এক্য মঞ্চ গড়ে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছেন। প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়ে পরীক্ষার ফল প্রকাশ ও নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছেন।
আন্দোলনকারীরা কার্যত হুমকি দিয়ে জানিয়েছেন, জেলায় জেলায় তাঁদের বিক্ষোভ কর্মসূচির পরেও যদি রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে রাজ্যের সমস্ত জেলার চাকুরী প্রার্থীরা এক হয়ে কোলকাতায় গিয়ে শিক্ষা দফতরের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হবে।
এদিন কোচবিহারে আন্দোলনকারীদের পক্ষে মাহবুল হক বলেন, “প্রত্যেক জেলাতেই এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে। এদিন কোচবিহারে প্রাইমারি ২০১৭ টেট প্রার্থী এক্যমঞ্চের পক্ষে থেকে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হয়েছে। এরপরেও রাজ্য সরকার ফল প্রকাশ করে নিয়োগ পত্র না দিলে গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago