একটি খেলার মাঠ কে কেন্দ্র করে তিন পাড়ার মধ্যে উত্তেজনা

জেএনএফ ওয়েব ডেস্ক :-একটি খেলার মাঠ কে কেন্দ্র করে তিন পাড়ার মধ্যে উত্তেজনা। দুই পড়ার অভিযোগ মন্দির নির্মাণ করে দখলবাজি করার চেষ্টা চলছে, দুই পড়ার অভিযোগ উড়িয়ে দিয়ে ভিত্তিহীন অভিযোগ বলে ক্ষোভ উগরে দিলেন অন্য একটি পাড়ার সাধারণ মানুষ। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার দত্তপাড়া এলাকায়, বৃহস্পতিবার শান্তিপুর দত্তপাড়া মাঠে একটি মন্দির নির্মাণ করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় তিন পাড়ার মধ্যে। শান্তিপুর বেড় দাসপাড়া, দত্তপাড়া কলোনির সাধারণ মানুষের অভিযোগ দত্তপাড়া পাঁচ মাথা মোর এলাকার বেশকিছু লোক দত্তপাড়া মাঠ দখল করার চেষ্টা করছে প্রায় 500 স্কয়ারফীটের একটি দুর্গা প্রতিমার বেদি তৈরি করে। আর এই বেদী তৈরি করাতেই উত্তেজনা সৃষ্টি হয় তিন পড়ার মধ্যে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে বেড় দাসপাড়া ও দত্তপাড়া কলোনির সাধারণ মানুষ মাঠের উপরে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের মধ্য দিয়ে দুই পাড়ার মানুষের অভিযোগ, এই মাঠটিতে বহু বছর ধরে বিভিন্ন রকম খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির সহ প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। হঠাৎই দুর্গাপ্রতিমার বেদি বড় করে তৈরি করে দখল করার চেষ্টা করছে দত্তপাড়া পাঁচমাথা মোড়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের দ্বারস্থ হয় বেড় দাসপাড়া ও দত্তপাড়া কলোনি, তাদের দাবি দীর্ঘদিনের এই খেলার মাঠ আমরা দখল করতে দেব না। যদিও ওই দুই পড়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে দত্তপাড়া পাঁচমাথা এলাকার সাধারণ মানুষ, তারা জানায় প্রায় সাত বছর ধরে এলাকার মহিলারা এখানে একটি দূর্গা পূজা করে। অঞ্জলি দেওয়ার জায়গা ছোট হওয়ার কারণে বেদিটি একটু বড় করা হয়েছে। এখানে দখলবাজির কোন প্রশ্নই ওঠে না, পুজো টা বন্ধ করে দেওয়ার জন্যই বিক্ষোভ দেখিয়ে এই ধরনের ঘৃণ্যতম কাজ করছে তারা। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এরপর তিনটি পাড়ার মানুষের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। এছাড়াও পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সমস্যা যেন সমাধান হয় সেই নিয়েও কথাবার্তা বলে শান্তিপুর থানার পুলিশ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago