জেল হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ নাকাশিপাড়া ব্লকের প্রাক্তন প্রধান রাম চন্দ্র সরকার

জেএনএফ ওয়েব ডেস্ক :- কৃষ্ণনগর জেল হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ নাকাশিপাড়া ব্লকের প্রাক্তন প্রধান রাম চন্দ্র সরকার। তিনি দীর্ঘ ২৫ বছর ধরেই পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলেন বিজেপির তরফ থেকে। রাম চন্দ্র সরকার বিগত পাঁচ বছর ওই পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। রাজ্যে শাসক দল আবার ক্ষমতায় আসার পর থেকে নোংরা রাজনীতি করে প্রাক্তন পঞ্চায়েত প্রধান রামচন্দ্র সরকার কে আইনি জটিলতায় ফাঁসিয়ে দেয় এমনটাই অভিযোগ রামচন্দ্র বাবুর পরিবারের তরফ থেকে। রামচন্দ্র বাবুর মেয়ের বক্তব্য আমার বাবা এখনো পর্যন্ত টিনের বাড়িতেই বাস করেন। দাদার বিবাহ দিয়েছিলেন জমি বিক্রি করে। আমার দাদারা ব্যবসা করেন ব্যাংকের ঋণ নিয়ে। সে জায়গায় এই কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ পুরোটাই মিথ্যা। শাসক দল তৃণমূল ষড়যন্ত্র করেই আমার বাবা কে ফাঁসিয়েছে। গত ৪১ দিন ধরে তিনি কৃষ্ণনগর জেল হেফাজতে আছেন। এর আগেও তিনি দুবার অসুস্থ হয়ে পড়েছিলেন তবুও জেল কর্তৃপক্ষ আমাদেরকে কিছু জানায়নি। পুনরায় আর যখন নতুন করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তখনই জানানো হয়। এখন রামচন্দ্র বাবুর অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বিজেপি নেতা মহাদেব সরকার জানান রাম চন্দ্র সরকার একজন লড়াকু নেতা আমরা ও আমাদের দল তার পাশেই আছে। তিনি দীর্ঘ 25 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস কে পরাজিত করেছেন। তিনি বিগত কুড়ি বছর ধরে পঞ্চায়েতে সদস্য ছিলেন এবং পাঁচ বছর পঞ্চায়েত প্রধান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। রাজনীতি পেক্ষাপটে যখন তৃণমূল কোনমতেই রামচন্দ্র সরকারকে হারাতে পারেনি তাই ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। রামচন্দ্র বাবুর অসুস্থতার পিছনে রয়েছে কারা দপ্তরের গাফিলতি । রামচন্দ্র সরকার অসুস্থ জানা সত্ত্বেও কোনরকম ওষুধ ও চিকিৎসা তাকে দেওয়া হতো না। এখন যখন অবস্থার অবনতি হয়েছে তখন হসপিটাল এর তরফ থেকে রেফার করা হচ্ছে কল্যাণী হসপিটালে। এছাড়াও মহাদেব সরকার জানান যদি রামচন্দ্র সরকারের কিছু হয় তাহলে আমরা কাউকে ছাড়বো না। কারা দপ্তরের বিরুদ্ধে আইনি লড়াই লড়বো। আগামী দিন রামচন্দ্র সরকারের এই আইনি লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির সকল কর্মী নেতৃবর্গ রামচন্দ্র বাবুর পাশেই আছে। মহামান্য আদালতে ন্যায় বিচার পাবেন বলেও তিনি জানালেন।।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago