কোচবিহারেও ছড়িয়েছে অজানা রোগের আতঙ্ক, মেডিক্যাল কলেজ পরিদর্শন এনবিএসটিসির চেয়ারম্যানের

জেএনএফ ওয়েব ডেস্ক :- উত্তরবঙ্গ তথা গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে অজানা জ্বরের আতঙ্ক। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ বাসিন্দাদের মধ্যেও। এই পরিস্থিতিতে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নয়া চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। এদিন তিনি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদের সাথেও দেখা করেন। পরে এমএসভিপিকে সাথে নিয়ে গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। এছাড়াও এদিন পার্থ বাবু শিশু ও নবজাতক বিভাগেও পরিদর্শন করেন এবং সেখানে ভর্তি থাকা শিশুদের আত্মীয়দের সাথেও কথা বলেন।
এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ প্রতিম রায় বলেন, সাড়া রাজ্য জুড়ে যে অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে তা নিয়ে খোঁজ খবর নিতে আজ হাসপাতালে আসা। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে আপাতত মোট ৬৪ টি শিশু শয্যা বিশিষ্ট কক্ষ রয়েছে। কিন্ত জ্বর নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা প্রায় ৮০ র কাছা কাছি। তাই আগামী ২ দিনের মধ্যে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও ৩০ শয্যা বিশিষ্ট একটি কক্ষ চালু করা হবে।
এছাড়াও তিনি বলেন, কোচবিহার মেডিকেল কলেজ কর্তিপক্ষ খুবই ভালো কাজ করছে। নতুন কক্ষটিতে অক্সিজেন, শয্যা, সমস্ত ব্যবস্থা রেখেই সব কাজ সম্পন্ন করা হবে। এই বেশি সংখ্যক রোগী ভর্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনও রকম কোনও অসুবিধা হবে না। সকল শিশুই ঠিক মতন চিকিৎসা পরিষেবা পাবেন।
কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি বলেন, কিছুদিন আগে একটি ঘটনা রটেছিল যেখানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে একটি বেডে ৪ জন করে রোগী ভর্তি রয়েছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও কোনও সময় একটি বেডে ২ জন শিশুকে ভর্তি করা। কিন্তু পরবর্তীতে তাকে অন্য জায়গায় রেফার করে দেওয়া হয়। তিনি আরও বলেন, এই অস্বাভাবিক জ্বর নিয়ে ভাবার কিছুই নেই। এটি শুধু মাত্র সিজেনাল জ্বর। এই সময় এটি হয়েই থাকে চিন্তার কোনও কারণ নেই। এই মরশুমে এরকম জ্বর, সর্দি, কাশি হয়েই থাকে। এই সময় জল বেশি করে খাওয়া, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। এই টুকু মেনে চললে এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যাবে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago