দশ মাসের বকেয়ার মেটানোর দাবিতে কোচবিহারে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ নিশ্চয়যান অপারেটরদের

জেএনএফ ওয়েব ডেস্ক:- ১০ মাসেরও বেশি সময় ধরে বেতন না মেলায় কোচবিহার জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখাল অল বেঙ্গল নিশ্চয় যান এ্যাম্বুলেন্স অপরেটর ইউনিয়ন। এদিন তারা তাদের এ্যাম্বুলেন্স রেখে মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ তারা, ১০ মাসেরও বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। তারা বার বার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও তাদের কোন রকম সুদুত্তর পান নি।
অল বেঙ্গল নিশ্চয় যান এ্যাম্বুলেন্স অপরেটর ইউনিয়ন কোচবিহার শাখার সহ সভাপতি আবেদ আলি মিয়াঁ জানান, তারা বিগত ১০ মাসেরও বেশি সময় থেকে কোনও রকম কোনও বেতন পাচ্ছেন না। যেখানে তারা প্রতি কিলোমিটার প্রতি ৭ টাকা পান সেখানে বেসরকারি এ্যাম্বুলেন্স চালকেরা ২১ টাকা প্রতি কিলোমিটার পান। তারা এও অভিযোগ করে বলেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তাদের ৭ দিন অপেক্ষা করতে বলেন, তারপর আরও ১০ দিন। কিন্তু তারপরেও কোন কাজ হয় নি। তাই বাধ্য হয়ে এদিনের এই আন্দোলন কর্মসূচি। তিনি আরও বলেন, “কিছু দিন আগে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে ১ কোটি ২১ লক্ষ টাকা এসেছে কিন্তু সেই টাকাও তারা এখনও পাননি। তাই আর না পেরে আজ তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন।”
এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, এই নিশ্চয় যান বন্ধ হওয়ায় সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছেই। কিন্তু বিএমওএইচ-এরা, নার্সরা যান চালকদের সাথে কথা বলছেন, তারা যত তারা তারই সম্ভব তাদের সমস্যা সমাধান করে ফের নিশ্চয় যান পরিষেবা চালু করতে পারবেন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago