মেয়ে দেখতে গিয়ে গাড়ি উল্টে নয়ানজুলিতে, দুই ভাই সহ মৃত ৩, আহত ৩

জেএনএফ ওয়েব ডেস্ক :- মেয়ে দেখতে গিয়ে গাড়ি উল্টে নয়ানজুলিতে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাই সহ তিন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো সোমবার। মৃতদেহ গুলি উদ্ধার করে তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের রুই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট বাজার এলাকায়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার আলিপুরদুয়ার জেলার জয়গাঁ গুয়া বাড়ী এলাকা থেকে একটি পরিবার মেয়ে দেখতে মাথাভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। একটি প্রাইভেট ইনোভা গাড়িতে চেপে পরিবারের তিন ভাই এবং ছোট ভাইয়ের শশুর শাশুড়ি মিলে মোট পাঁচজন চালক সহ ছয় জন মাথাভাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ফালাকাটা মাথাভাঙ্গা রাজ্য সড়কের রুই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট বাজারের কাছাকাছি আসতেই সেই গাড়িটির একটি চাকা ব্রাস্ট হয়, গাড়িটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ রাখতে পারিনি চালক। সরাসরি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। যেহেতু জলের গভীরতা প্রচুর ছিল তাই গাড়িটি উলটে জলের উপর ভাসতে থাকে। কোনোক্রমে একজন গাড়ি থেকে বাইরে বেরোতে পারলেও বাকি চারজন গাড়ির ভিতরে জলে আবদ্ধ হয়ে থাকে। বিকট শব্দ শোনার পর স্থানীয়রাই ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ বাহিনী এবং মাথাভাঙ্গা দমকল কেন্দ্রের একটি দমকল ইঞ্জিন। স্থানীয় এবং পুলিশের চেষ্টায় সেই গাড়ির ভেতর থেকে তিনজনকে বের করা হলে ঘটনাস্থলেই এক জন মৃত্যুবরণ করে অপর দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয় বলে জানা যায়। আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে গাড়িটিকে উল্টে দিলে সেই গাড়ির মধ্যেই উদ্ধার হয় আর একজন তিনিও মৃত অবস্থায় উদ্ধার হয় বলে জানা যায়। ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক। তবে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়। গাড়ির মধ্যে থাকা যিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি সেই পরিবারের বড় ভাই বাবুল হোসেন মিয়া। বাবুল বাবু জানান, আমরা ছোট ভাইয়ের ছেলের জন্য মেয়ে দেখতে মাথাভাঙ্গা দিকে যাচ্ছিলাম হঠাৎ গাড়ির একটি চাকা ফেটে যায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়। আমি ছিলাম সামনে, ছিটকে এসে পিছনের কাঁচ ভেঙ্গে বাইরে বেরিয়ে পড়ি বাকিরা বের হতে পারে না। সেই গাড়িতেই ছিল তার দুই ছোট ভাই শফি উদ্দিন মিয়া (৪২) এবং ছোট ভাই শামসুদ্দিন মিয়া (৪০)। সঙ্গে ছিল শামসুদ্দিন মিয়ার শশুর আব্দুল কাদের মিয়া এবং তার শাশুড়ি। চালক সহ মোট ছয়জন একটি প্রাইভেট ইনোভা গাড়িতে করে আমরা মাথাভাঙা দিকে যাচ্ছিলাম। জানা গিয়েছে, শামসুদ্দিন মিয়া এবং তার ভাই সফিউদ্দিন মিয়া এবং শামসুদ্দিন মিয়ার শশুর আব্দুল কাদের মিয়া এই তিনজনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শামসুদ্দিন মিয়ার শাশুড়ি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, ঘটনার তদন্ত করছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago