জেএনএফ ওয়েব ডেস্ক :- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে দিনহাটার গোবরাছড়া নায়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ারকুটি বালাবাড়ী ঘাট ব্রিজে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নয়ারহাট ফাঁড়ি পুলিশের আধিকারিকরা। এদিন বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সুত্রে জানা যায়, দিনহাটা ২ নং ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তুতিয়ারকুটি বালাবাড়ী ঘাট এলাকায় নয়ারহাট থেকে নারায়ণগঞ্জ যাওয়ার রাস্তা বেহাল অবস্থা। তাঁর ফলে অনেক সময় টোটো চলাচলে অসুবিধা পাশাপাশি বাইক দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের।সেই কারণে এদিন স্থানীয়রা তুতিয়ারকুটি বালাবাড়ী ঘাট ব্রিজে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ। পরে প্রশাসনের আশ্বাসে ঘন্টা তিনেক পর পথ অবরোধ উঠে যায়।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান, আশরাফুল জান্নাতরা বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে নয়ারহাট থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সাত থেকে আট কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা। এর ফলে টোটো চলাচলে অসুবিধা পাশাপাশি বাইক দুর্ঘটনার কবলে পড়তে হয় নিত্যযাত্রীদের।বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সূরাহা হয় নি। ফলে বাধ্য হয়ে স্থানীয়রা পথ অবরোধের শামিল হই।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…