কোচবিহারে দুয়ারে সরকারের ক্যাম্পে আসাদের সহযোগিতা করে নজির স্থাপন কন্যাশ্রীর মেয়েদের

জেএনএফ ওয়েব ডেস্ক : দুয়ারে সরকারের ক্যাম্পে ভিরের চাপে পদপিষ্ট হওয়ার খবর যেমন শোনা যাচ্ছে, তেমনি প্রচণ্ড দাবদাহের মধ্যে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার খবরও মিলছে মাঝে মধ্যেই। কিন্তু ভিন্য চিত্র দেখা গেল কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকার ধাইয়ের হাট হাই মাদ্রাসা স্কুলে। সেখানে শিক্ষকরা যেমন দুয়ারে সরকারের ক্যাম্পে আসা বাসিন্দাদের আবেদনপত্র পূরণ করে দেওয়ায় সহযোগিতা করছেন। তেমনি কন্যাশ্রীর ছাত্রীদের দিয়ে লাইনে দাঁড়ানো বাসিন্দাদের হাতে তুলে দিচ্ছেন পানীয় জল, সরবত এবং ওয়ারেস। এতে সেখানকার বাসিন্দারা যেমন খুশি, তেমনি শান্তিপূর্ণ ভাবে চলায় ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মীরাও।

ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদুল ইসলাম বলেন, “আমাদের এই মাদ্রাসায় আজ নিয়ে দুদিন হল দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। আরও একদিন হওয়ার কথা রয়েছে। প্রথম দিন থেকেই আমরা ক্যাম্পে আসা প্রত্যেককেই আবেদনপত্র পূরণ করে দেওয়া, আঠা দিয়ে ছবি সেটে দেওয়ার পাশাপাশি কন্যাশ্রীর ছাত্রীদের দিয়ে পানীয় জল, সরবত, ওয়ারেস দিয়ে সাহায্য করেছি। স্কুলের সমস্ত শৌচাগার খুলে দিয়ে ব্যবহার করতে দিয়েছি।” আরেক শিক্ষক উপেন্দ্র চন্দ্র চন্দ বলেন, “দুয়ারে সরকার ক্যাম্পে এসে একটা মানুষও যাতে সমস্যায় না পড়ে সেদিকে আমাদের শিক্ষক ও কন্যাশ্রীর ছাত্রীরা নজর দিয়েছে। এর জন্য সকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। মানুষের উপকারে আসতে পেরে আমাদের ভালো লাগছে।”
রাজ্য জুরেই চলছে দুয়ারে সরকারের ক্যাম্প। দুই তিনটি বুথ নিয়ে এই ক্যাম্প গুলো হচ্ছে। মূলত মহিলাদের ভিড় জমছে এই ক্যাম্প গুলোতে। বহু জায়গা থেকে খবর আসছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও কোথাও ভিরের চাপে পদপিষ্টের মত ঘটনাও ঘটছে। এই অবস্থায় কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশাল গ্রাম পঞ্চায়েত এলাকার ধাইয়েরহাট হাই মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীদের পরিষেবার চেষ্টা নজির স্থাপন করেছে বলেই মনে করা হচ্ছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago