কেএলও’র পৃথক রাষ্ট্রের দাবি নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করার দাবি জানাল তৃণমূল

জেএনএফ ওয়েব ডেস্ক:-কেএলও’র পৃথক রাষ্ট্রের দাবি নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করার দাবি জানালেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায়। আজ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন পার্থ বাবু। কেএলও’র পৃথক রাজ্যের দাবিকে বিজেপির অনেক নেতাই সমর্থন জানিয়েছিলেন। এবার যখন কেএলও পৃথক রাষ্ট্রের দাবি করছে তখন বিজেপির অবস্থান কি হবে, সেটাই জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে কোন রকম বিভাজনের নামে অশান্তি সৃষ্টির পক্ষে নয় সেটাও এদিন পার্থ বাবু জানিয়ে দিয়েছেন।
দীর্ঘদিন থেকেই পৃথক রাজ্যের দাবিতে জীবন সিংহের নেতৃত্বে কেএলও সশস্ত্র আন্দোলন করে আসছে। গত বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করতে চেয়ে বিজেপি সাংসদ জন বার্লা প্রথম দাবি তোলেন। এরপরেই উত্তরবঙ্গের একের এক সাংসদ বিধায়ক কেউ ঘুরিয়ে কেউ সরাসরি জন বার্লার দাবিকে সমর্থন করে গেছেন। তৃণমূল কংগ্রেসের কোচবিহারের রাজবংশী নেতৃত্ব বাংলা ভাগের বিরোধিতা করায় কেএলও চিফ জীবন সিংহ গোপন ড্যারা থেকে ভিডিও বার্তা দিয়ে সেই রাজবংশী তৃণমূল নেতৃত্বকে কার্যত শাসিয়েছেন। শুধু তাই নয়, কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গকে পৃথক করার দাবি নিয়ে ফের এখানকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছিল।
কিন্তু গতকালই কেএলও’র আরেক নেতা পাভেল কোচ জীবন সিংহের একটি চিঠি ভিডিও পোস্ট করে স্যোসাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই চিঠিতে জানানো হয়েছে, উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্য নয়, বরং অসমের ১৯ টি জেলা, বাংলার ৭ জেলা, বিহারের একাংশ, নেপাল ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে পৃথক রাষ্ট্র ঘোষণা করার দাবি করা হয়েছে সেখানে। ওই চিঠি ভাইরাল হতেই কোচবিহারের রাজবংশী তৃণমূল নেতৃত্ব এবার বিজেপির অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিতে থাকে। এদিন পার্থ সাংবাদিক সম্মেলনে বলেন, “ উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলে দাবি করে বিজেপি নেতৃত্ব পৃথক রাজ্যের দাবি করেছিলেন। এবার কেএলও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় সরকার উন্নয়ন করতে পারে নি বলে পৃথক রাষ্ট্রের দাবি করছেন। বিজেপি নেতৃত্ব কি এই দাবিকে স্বীকার করে নেবেন? সেটা দ্রুত স্পষ্ট করুক বিজেপি নেতৃত্ব।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago